১) আসসালামু আলাইকুম শাইখ, বিষয় টা আমার কাছের একজনের জন্য আশাকরি উত্তর দিয়ে সাহায্য করবেন।
আমার একজন ক্লোজ পরিচিত বোন ফেসবুকে কয়েকমাসের পরিচয়ে একজন ছেলের সাথে গোপনে বিয়ে হয় অভিভাবক ছাড়া এবং বোনটার পক্ষের কোনো সাক্ষী ছাড়াই, বোনটির বয়স ১৮ ছিলো। ছেলে তার ২জন বন্ধু সাক্ষী আনে আর একজন হাফেজ মৌখিক বিয়ে পড়ায়। বোনটি আসলে প্রতারণার সামিল। ছেলেটি আগে থেকেই শারীরিকভাবে অক্ষম ছিলো, জেনেশুনে সরল-সহজ পেয়ে সেই বোনের সাথে এমন করে। বিয়ের ১০ মাস পর তাদের বাড়িতে পালিয়ে নিয়ে যায় সে বোনকে এবং বিয়ে হওয়া থেকে শুরু করে তাদের কোনোরকম শারীরিক সম্পর্ক হয়নি একদম! পালিয়ে নিয়ে যাওয়ার পর ছেলেটা তাদের ওইদিকে কাজী অফিসের মাধ্যমে রেজিষ্ট্রেশন এসব করার জন্য আবার ওখানে কাজীর মাধ্যমে বিয়ে হয়। তারপর ছেলের বাড়িতে যায়, যাওয়ার পরও তখনও তাদের husband -wife অর্থাৎ কোনো শারীরিক সম্পর্ক হয়নি, ছেলের বাড়িতে যাওয়ার পর বোনটি খুব অবাক হয় তার আচার-আচরণে! ছেলেটা নাকি খুব বদমেজাজি আর ওয়াসওয়াসা সহ আরো নানা রোগে আক্রান্ত ছিলো আর ডক্টর দেখাতো পাওয়ারি ওষুধ খেতো আর ছেলে তার পরিবারের সাথে অকারণে ঝগড়া করতো অতিরিক্ত । এর মধ্যে সে বোনের পরিবার এসে নিয়ে যায় এবং সে বোন এতোটাই সরল-সহজ ছিলেন এ বিষয়ে যে বোনটা জানতোই না ছেলেদের শারীরিক অক্ষমতা বলতেও যে কিছু আছে বা এমন কোনো শব্দ আছে, হঠাৎ সে তার মার সাথে একসময় বলে তাদের মাঝে কোনোকিছুই হয়নি, তারপর ২ পক্ষ জানাজানি হয়, আর সে ছেলের পরিবার এর গার্ডিয়ান বলে তারাও তো জানতোনা এ বিষয়, গার্ডিয়ান আরো বলে সে কখনও সুস্থ হবেনা! কিন্তু সে ছেলে বলে সে সুস্থ হয়ে যাবে ইত্যাদি একেকবার একেক কথা। পরে একটা সময় নীরবতায় স্বীকার করে সে সুস্থ হবেনা আর ডিবোর্সও দিবেনা নিজ থেকে এ ভয়ে কাবিন এর টাকা দিতে হবে সেজন্য তাই সে ছেলে বলেছে তুমি তালাক দিয়ে দাও তাহলে হয়,কিন্তু আমি দিবোনা তুমি দাও অনুমতি দিয়ে দিলাম। তাই মেয়ে পক্ষ মেয়েকে নিয়ে ছেলের বাড়ির যেই কাজী অফিসে বিয়ে হয়েছে সেখানে থেকে ডিবোর্স কাগজ পাঠিয়ে দেয়। এর পর কয়েক বছর হয় কোনো প্রকার যোগাযোগ হয়নি উভয়ের, ছেলে কখনও চেষ্টাও করেনি যোগাযোগ এর।
★★এখন প্রশ্ন হচ্ছে, ইসলামের দৃষ্টিতে তাদের তালাক কি হয়েছে? আর তালাক না হয়ে থাকলে করণীয় কি?(উল্লেখ্য সে বোন এমনিতে চেষ্টা করেছে যোগাযোগ করার মৌখিক তালাক নেওয়ার বাট সে ছেলে ইচ্ছে করে রেসপন্স করেনি কোনো), এখন সে বোন চিন্তিত এভাবে তাদের তালাক হয়েছে কিনা আর অন্যত্র সে বোন বিয়ে করতে পারবে কিনা!