ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
https://www.ifatwa.info/48204 নং ফাতাওয়ায় বলেছি যে,
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
আপনার ঐ বোনের উপর যাকাতও ওয়াজিব হবে এবং কুরবানিও ওয়াজিব হবো। উনি এক বৎসরের একটি বকরি দ্বারা কুরবানি করবেন।কেননা উনার নিকট থাকা স্বর্ণ এবং রুপ্য কে বিক্রয় করলে, ৫২ ভড়ি রুপ্যর সমান হয়ে যাবে। তাই উনার উপর যাকাত ও কুরবানি উভয়টি ওয়াজিব হবে।
যদি উনি রুপ্যকে বিক্রয় করে নেন, এবং উনার নিকট নগদ কোনো টাকা না থাকে, তাহলে উনার উপর যাকাতও আসবে না, এবং কুরবানিও উনার উপর ওয়াজিব হবে না।(শেষ)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
স্বামীকে তার স্ত্রী যাকাত দিতে পারবে না। ঠিক তেমনিভাবে স্ত্রীকে তার স্বামী যাকাত দিতে পারবে না।
হ্যা, প্রশ্নের বিবরণমতে এ হিলা করা যেতে পারে, যেহেতু বোনটি প্রায় অসহায়, তাই বলছি,এ বিধান সবার বেলায় প্রযোজ্য নয়,তাই প্রশ্নটিকে আমরা হাইড করে দেবো।,
১২/১৩ ভড়ি রুপা এবং টাকাকে স্বামীর মালিকানায় দিয়ে দিবেন। উনার মালিকানায় শুধুমাত্র ২/২.৫ ভড়ি স্বর্ণ থাকবে, তখন কারো উপর যাকাতও আসবে না, এবং কুরবানিও ওয়াজিব হবে না।হ্যা, নিকট নেসাব পরিমাণ মাল হলে শুধুমাত্র স্বামীর উপর কুরবানি আসতে পারে। যেহেতু মাস শেষে স্বামীর পকেটে কোনো টাকাই বাকী থাকে না, তাই স্বামীর উপর যাকাত কুরবানি কিছুই আসবে না।