বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
যে বই কুরিয়ারে আপনার কাছে এসেছিলো,সেটাকে আপনি আবার কুরিয়ার করে কোথাও পাঠাতে চাচ্ছেন সম্ভবত।যেহেতু আপনি কুরিয়ার অফিসে ফরম কেটে দিয়ে আসেননি বরং একজন ভাইকে বলেছেন যে,উনি এই কিতাব খানা আপনার হয়ে আপনার পক্ষ্য থেকে উনি কুরিয়ার করে পাঠাবেন।তাই হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে ঐ ভাই জামিন হবেন না।বরং এক্ষেত্রে বরং দায়ভার আপনার উপরই চলে আসবে।কেননা যার কাছে কোনো কিছু আমানত হিসেবে রাখা হয়,সেই সব জিনিষ হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে এর জামানত ঐ ব্যক্তির উপর আসে না, যে আমানত রেখেছিলো।বরং মূলব্যক্তিই এর দায়ভার গ্রহণ করবেন।
আপনি ভবিষ্যতে নিজে দিয়ে আসবেন।অথবা নিজের ভরসাপূর্ণ কোনো মানুষকে দিয়ে পাঠাবেন।যদি কোনো দোকান থেকে বইটি নিয়ে আসেন।এবং এখন ফেরৎ দিতে চাচ্ছিলেন,তাহলে এই বইয়ের মূল্য এখন আপনাকে পরিশোধ করতে হবে।