আসসালামু আলাইকুম। আমি পরিবারের বড় ছেলে। আমার ছোট ২ বোন রয়েছে। এদের মধ্যে একজন অনার্স পড়ছে, অন্যজন এখনো ছোটো, ১০ বছর বয়েস। সবচেয়ে ছোট এই বোনকে আমরা প্রায় ১-১.৫ বছর বা এর চেয়েও কম বয়স থেকে পালছি। তার মা-বাবা কোথায়, আমাদের জানা নেই। আমাদের ইচ্ছে হলো তাকে, পরিপূর্ণ ইসলামিক মানসিকতার সাথে বড় করার, এবং সে ১৮-১৯ বছর বয়সী হওয়ার পর তাকে সবটা খুলে বলবো ইন শা আল্লাহ। যাতে সে মানসিকভাবে প্রস্তুত হয়, এবং কিছুটা সহজ ভাবে নিতে পারে। এরই মধ্যে যেন পর্দার বিধান লংঘিত না হয়, সেজন্য পরিবারে পর্দার বিধান পালনের সর্বোচ্চ উদ্যোগ নেওয়া হবে ইন শা আল্লাহ। আমার প্রশ্ন হচ্ছে, যেহেতু সে অবুঝ বয়স থেকে আমাদের পরিবারের একজন এবং আমি তাকে আমার অন্যবোনের মতোই ছোটোবোন হিসেবে ভালোবাসি, সে সাবালিকা হওয়ার আগ পর্যন্ত আমি কি তার সাথে সাধারণ ভাই বোন সুলভ আচরণ করলে গুনাহের ভাগীদার হবো? এই যেমন, কোনো সময়ে হাত ধরে রাস্তা পার করানো, তার সাথে হাসি ঠাট্টা করা, কাগজে কাটাকুটি বা এরকম কোনো খেলা মাঝে মাঝে খেলা ইত্যাদি। আসলে মানসিকভাবে দূরত্ব মেনে নিতে একটু কষ্ট হচ্ছে। ধীরে ধীরে দূরে সরে আসার চেষ্টা করছি। সে সাবালিকা হওয়ার আগ পর্যন্ত তার সাথে আমার আচরণ কিরূপ হওয়া উচিত? উদাহরণের আচরণগুলো করলে কি গুনাহের ভাগীদার হবো?