আসসালামু আলাইকুম শায়েখ!
১. আমি একজন টিশার্ট ডিজাইনার। টিশার্ট ডিজাইন করার জন্য আমি অন্য যারা ডিজাইন করে অনলাইনে ডিজাইন বিক্রি করে তাদের ডিজাইন ডাউনলোড করে, সেই ডিজাইন থেকে কিছু অংশ নেই, যেমন একটা খাবারের ছবি দিয়ে সাথে কিছু লিখে টিশার্ট ডিজাইন করেছে, আমি ওই ডিজাইন থেকে শুধু খাবারের ছবি টা সফটওয়্যার এর মাধ্যেমে নিয়ে ডিজাইন করি বা কোনো ডিজাইন থেকে শুধু একটা চামচ নেই, এভাবে ডিজাইন করে বিক্রি করলে কি আমার ইনকাম হারাম হবে? কারণ আমি যাদের থেকে ডিজাইন ডাউনলোড করে সফটওয়্যার দিয়ে ওই ডিজাইন থেকে কিছু অংশ নেই, তারা ওই ডিজাইন বিক্রি করে, আমি তাদের থেকে না কিনে ডাউনলোড করে তাদের ডিজাইন থেকে কিছু অংশ ব্যবহার করছি, আবার তারা যেই সব জিনিস ব্যবহার করে ডিজাইন করে বিক্রি করছে, তা কোথায় থেকে সংগ্রহ করে ডিজাইন করছে আমি তা জানি না, হালাল ভাবে কিনে ব্যাবহার করছে নাকি চুরি করে হারাম ভাবে ব্যাবহার করছে তা ও আমি জানি না। এইভাবে ডিজাইন করে বিক্রি করলে আমার ইনকাম হারাম হবে?
২. ডিজাইন করার জন্য যেই সফটওয়্যার আমি ব্যবহার করি তা ব্যবহার করতে অনেক টাকা পে করতে হয়। আমি বাংলাদেশী একটা ওয়েবসাইট থেকে ডিজাইন করার সফওয়্যার টি মাত্র ১০০-১০৫ টাকার মধ্যে কিনি। আমি কি এই সফটওয়্যার দিয়ে কাজ করলে আমার ইনকাম হারাম হবে? আমি যাদের থেকে কিনেছি তারা হ্যাক করা সফটওয়্যার ও আমার কাছে বিক্রি করতে পারে। আমি তাদের মেসেজ করলে হয়তো জানতে পারবো, যদি তারা বলে সফটওয়্যার টি হ্যাক করা বা ক্র্যাক ভার্সন , তাহলে সফটওয়্যার টি হ্যাক করা বা ক্র্যাক ভার্সন জানার পর ও যদি আমি ওই সফটওয়্যার ব্যাবহার করে কাজ করে ইনকাম করি তাহলে কি আমার ইনকাম হারাম হবে? আমি তো তাদের থেকে টাকা দিয়েই কিনেছি।
৩. আমি টিশার্ট ডিজাইন করে যে টিশার্ট বিক্রি করবো তার জন্য কাস্টমার লাগবে, তাই আমি ফেসবুক, ইনস্টাগ্রাম এ প্রোফাইল, পেজ এবং গ্রুপ খুলেছি। কিন্তু আমি জিম নিয়ে ডিজাইন করি, আমাকে আমার পেইজে, প্রোফাইলে, গ্রুপে জিম নিয়ে পোস্ট করতে হবে, তাই আমি অনলাইনে জিম নিয়ে বিভিন্ন ছবি, ভিডিও, লিখা, নিউজ খুঁজি যার মধ্যে খারাপ কিছু নাই আমি তাই পোস্ট করি কিন্তু এইসবছবি, ভিডিও,নিউজ খুজার সময় অনেক বাজে ছবি, ভিডিও , নিউজ আমার চোখে পড়ে কিন্তু আমি কোনো মেয়েদের বা সতর বের করা পুরুষের ছবি, ভিডিও পোস্ট করি না মহান আল্লাহর রহমতে কিন্তু অশ্লীল ছবি ভিডিও আমার চোখে পড়ে বা আমাকে দেখতে হয়। জিম বিষয়ের নিউজ, সতর ঢাকা পুরুষের ছবি, ভিডিও ডাউনলোড করি পোস্ট করার জন্য। আমি কোনো অশ্লীল কিছু আপলোড দেই না মহান আল্লাহর রহমতে। আমি সতর ঢাকা পুরুষের ছবি, ভিডিও বা জিম বিষয়ের নিউজ পোস্ট করি কিন্তু এসব সংগ্রহ করার জন্য আমাকে অশ্লীল ছবি ভিডিও দেখতে হয় বা আমার চোখে পড়ে, এইভাবে ফলোয়ার বাড়িয়ে তাদের কাছে টিশার্ট বা হালাল অন্য কোনো পণ্য বিক্রি করলে আমার ইনকাম হারাম হবে?