আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু উস্তাদ,
বন্যার এই পরিস্থিতিতে আপনাকে বিরক্ত করার জন্য অনেক বেশি আফওয়ান। ইনশাআল্লাহ খুব শীঘ্রই এই পরীক্ষা থেকে আল্লাহ আপনাদের উদ্ধার করবেন দোয়া করি।
উস্তাদ,
একটা বিষয়ে খুব বেশি জানার আগ্রহ, প্রায় ৫বছর আগে আমি একদিন স্বপ্নে দেখেছিলাম,
একটা ছেলে মাথায় পাগড়ি এবং মুখটা ঢাকা,পাঞ্জাবী পড়া, আমি একটা সুন্দর সবুজ রঙের বাগানে দাঁড়ানো একা একা, উনি ঘোড়ায় করে আমার কাছে আসছে, তারপর একটা বই দিয়ে চলে যাচ্ছেন এমন সময়, আমি পিছন থেকে আবু বকর! আবু বকর! বলে চিল্লাচ্ছিলাম, যে দাড়ান, আমাকে রেখে যাইয়েন নাহ, আমি আপনাকে দেখতে চাচ্ছি, তো উনি পিছনে একবার ঘাড় ঘুরিয়ে তাকায় এরপর চইলা গেছে,মুখ রুমাল দিয়ে কভার করা ছিলো, এরপর ঘুম ভেঙে যায়, যদিও আমি স্বপ্নটা প্রায় ভুলেই গিয়েছিলাম,কিন্তু সেদিন সালাতের সময় হঠাৎ সেই স্বপ্নটা মনে পড়ে যায় আর আমিও দোয়া করি আল্লাহ সেই আবু বকরকে মিলিয়ে দাও।
এভাবে দোয়া করায় আমার কি গুনাহ হয়েছে? আর এই স্বপ্নটার ব্যাখ্যা কি?
২/
- ইস্তেখারা কন্টিনিউই আছে।আপনি বলেছিলেন যতদিন না কোনো সিদ্ধান্ত /পাত্র/বিষয়ে কনফার্ম হচ্ছি ইস্তেখারা করার জন্য। হোয়াটসঅ্যাপ এ আপনার সাথে কথা হয়েছিলো, এবং আপনি বলেছিলেন, ওই পাত্রের ব্যাপারে পরিবার থেকে যোগাযোগ করতে পারবো,কিন্তু আমি আম্মুকে আমার সব ইস্তেখারা, আপনার প্রশ্নের উত্তর বলেছি উনি বলেছেন, এসব বাদ দিয়ে পড়াশোনায় মনোযোগ দিতে,এবং এইগুলা চিন্তাভাবনা যেনো মাথা থেকে ঝেড়ে ফেলি।এদিকে আমার অবস্থাও ভালো নাহ, আমি যৌথ ফ্যামিলিতে থাকার কারণে অনেক বেশি পর্দা নিয়ে সমস্যায় পড়ছি + আমাদের ঘরে যুবক চাচাতো ভাই আছে, বিশেষ করে আমি তাকে নিয়ে সমস্যা ফেস করছি। আমার তার থেকে পর্দা করা অনেক কষ্টের কারণ সে আমার ছায়াঁ দেখলেও বলে এই তোকে দেখে ফেলেছি তোর পর্দা তো শেষ, এবার তুই কি করবি, জাহান্নামে যাবি, ইত্যাদি।আমি এসব আর নিতে পারছি নাহ। আপনাকে সব কিছু বলতে পারছি নাহ, শুধু এতটুকুই বলছি সে আমার জন্য অনেকটা বিপদজনক।
২৪জুন,
স্বপ্নেই আমি শুনেছি আমাদের বর্তমান বাসায় একটা কালো সাপ পাওয়া গেছে, এরপর আবার দেখি অনেক বিশাল,ইয়া বড় একটা কালো সাপ যা যাকে পাচ্ছে তাকেই খেয়ে নিচ্ছে,এমনকি যা পাচ্ছে তাই,বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে এরমধ্যে একটা মেয়ের উপরই শুধু শিলা পড়তেছে ভয়ংকর ভাবে,সে আহত হলে কয়েকজন তাকে ধরে নিয়ে যায়, আবার আমি সেইফ আছি একটা বিল্ডিং এ, জায়গাটা আমরা আগে খুলনায় যেই বাসায় থাকতাম সেখানের পাশের ফ্লাট, আমি দাদু ডাকতাম উনাকে। (বাস্তবে সত্যি ওই সাইডটায় বিশাল একটা আবর্জনার ড্রেন আছে,আমার সবসময় ওইদিকে হোক ছাদে কিংবা দাদুদের বাসায় গেলে সারা শরীর ঝিম ঝিম করতো,মাথা ঘুরাইতো, লাগতো আমি এখনি লাফ দিবো ছাদ থেকে, আর ওইদিনই স্বপ্ন দেখতাম আমি কাউকে ফালায় দিচ্ছি, আমার কোল থেকে কোনো বাচ্চা পড়ে যাচ্ছে, বেশিরভাগই আমার ছোট ভাইকে ফালায় দিচ্ছি দেখতাম) এরপর আমি ভয়ে দরজা জানালা লক করছি, আর সেখান থেকে দেখতেছি, এরপর দরজাটা কেনো যেনো খুলেছিলাম তখন দরজার সামনে হলুদ-কালো একটা বড় বিছা ছিলো আমি সরাইতে যাবো এমন সময় ঘুম ভেঙে যায়।
আমি রুকাইয়ার বইয়ে পড়েছিলাম (জ্বীন আক্রান্তর লক্ষণে, স্বপ্নে আক্রমণ করতে দেখা বিভিন্ন জীবজন্তুর মধ্যে কালো সাপ, বিভিন্ন আকৃতির মানুষ দেখা -লম্বা, খাটো,কালো মানুষ দেখা) যা আমি প্রথম দিন ইস্তেখারায় দেখেছিলাম।আর আমার ব্যাপারে হয়তো এখন আপনি অনেকটাই জানেন বায়োডাটা থেকে যে আমারও জ্বীনকেন্দ্রিক সমস্যা আছে। আমার দ্বিধা-সন্দেহর কারণে স্পষ্ট জিনিসেও কেমন যেনো লাগছে।
আমি একেবারেই কনফিউজড হয়ে আছি উস্তাদ। আমি কোন দিকে যাবো কি করবো কিচ্ছুই ঠিক করতে পারছি নাহ।এদিকে ইস্তেখারা করেও যা দেখছি সব গুলায় যাচ্ছে!
আর আমি শুনেছি আলিমের মাধ্যমে ইস্তিখারা বা অন্য কাউকে দিয়ে ইস্তেখারা করানো নাকি বিদ'আত, কেনো তা বিদ'আত সম্ভবত শুনেছিলাম আল্লাহর কাছে নিজে সাহায্য চাইতে হয়। অন্যকে দিয়ে কোনো সাহাবা বা তাবেঈরা এমন করিয়েছেন কি না বা এটা করানো যায় কিনা এ সম্পর্কেও একটু জানতে চাচ্ছি।