জবাবঃ-
بسم الله الرحمن الرحيم
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
(০১)
এই অবস্থায় ম্যাসেজ ডিলিট করা বা ডিলিট না করা কিংবা তাদের আনফ্রেন্ড করা বা আনফ্রেন্ড না করা সবই আপনার একান্ত ব্যাক্তিগত ব্যাপার।
এর সাথে আপনার ঈমান চলে যাওয়ার সম্পর্ক নেই।
,
তবে ঈমানের ক্ষতির আশংকায় পূর্বের ন্যায় আপনার প্রতি পরামর্শ থাকবে ফেসবুক জগত থেকে দূরে থাকার।
যাতে আপনার ঈমান আমলের ক্ষেত্রে কোনো চিন্তিত না হতে হয়।
(০২)
প্রশ্নে উল্লেখিত বিষয় কার্যকর হবেনা।
,
আপনি ম্যাসেজ ডিলিট না করলেও, আনফ্রেন্ড না করলেও, কিংবা ফেইসবুক ডিলিট না করলেও আপনার ঈমান চলে যাবেনা।
তাই নতুন করে ঈমান আনার প্রয়োজনীয়তা নেই।
ম্যাসেজ ডিলিট, আনফ্রেন্ড করে কিংবা ফেইসবুক আইডি ডিলিট করতে হবেনা।
করলেও কোনো সমস্যা নেই,না করলেও কোনো সমস্যা নেই।
প্রশ্নের বিবরণ মতে এটি কোনো কসম ছিলোনা,ওয়াদাও ছিলোনা।
তাই কসম,ওয়াদা কিছুই বাতিল করতে হবেনা।
(০৩)
আপনার এসব প্রশ্ন লেখার সময় উচ্চারণ করলে তা কার্যকর হয়ে যাবেনা।
প্রশ্ন করার মাধ্যমে ওয়াদা কিংবা কসম কিংবা নিয়ত হয়ে যায়নি।
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
পূর্বের ফতোয়াতে উল্লেখ রয়েছেঃ
আপনাকে শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে। শয়তানের ওয়াসওয়াসা থেকে বাচতে সর্বদা আল্লাহর কাছে প্রার্থনা করুন। বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে পানাহ চান। এবং মনে প্রাণে আল্লাহর কাছে সমস্যা উত্তোরণের জন্য দু'আ করতে থাকুন।আল্লাহ আপনার সহায় হোক।
দ্বিতীয় কথা হল, আপনি তাসাউফ চর্চা করবেন।তথা নেককার লোকের সাথে সম্পর্ক রাখবেন ও তাদের সংস্পর্শকে আন্তরিকতার সাথে গ্রহণ করবেন। নেককার লোকের সাথে সম্পর্ক যদি রাখেন, তাহলে আ'মলে বরকত হবে, এবং ধীরে ধীরে এই ওয়াসওয়াসা রোগ দূর হয়ে যাবে।
https://www.ifatwa.info/1037 নং ফাতাওয়ায় বলেছি যে,
রাসূলুল্লাহ সাঃ কে আল্লাহ তা'আলা ৪ টি বিশেষ দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন।এ সম্পর্কে আল্লাহ বলেন,
هُوَ الَّذِي بَعَثَ فِي الْأُمِّيِّينَ رَسُولًا مِّنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِهِ وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَإِن كَانُوا مِن قَبْلُ لَفِي ضَلَالٍ مُّبِينٍ
তিনিই নিরক্ষরদের মধ্য থেকে একজন রসূল প্রেরণ করেছেন, যিনি তাদের কাছে পাঠ করেন তার আয়াতসমূহ, তাদেরকে পবিত্র করেন এবং শিক্ষা দেন কিতাব ও হিকমত। ইতিপূর্বে তারা ছিল ঘোর পথভ্রষ্টতায় লিপ্ত।(সূরা-জুমুআহ-২)
রাসূলুল্লাহ সাঃ এর ৪ টি দায়িত্বের একটি দায়িত্ব হল,আত্মশুদ্ধি।এই আত্মশুদ্ধির অপর নাম তাসাউফ।তাসাউফ সম্পর্কে জানতে ভিজিট করুন-https://www.ifatwa.info/1037
অথবা দাওয়াত ও তাবলিগের মেহনতের সাথেও যুক্ত হতে পারেন।