আসসালামু আলাইকুম হুজুর। কোন একজন মহিলা,,, সে অনেক সময় মনে মনে অনেক কিছু ভেবে ফেলে আর সন্দেহে পরে যায় সেগুলো মুখ্র বলে ফেলেছিল কিনা। অনেক সময় অনেক শর্ত তার মাথায় চলে আসে। কিছু বিষয়ে সে সন্দিহান সে এই কাজের উপর শর্ত মনে মনে বলেছিল নাকি মুখে। কাজ গুলো দৈনন্দিন কাজ। এখন সে মনে করতে পারছে না কিছুই স্পষ্ট। মুখে বলার কোন স্মৃতি সে পাচ্ছে না। তার কিছুতেই মনে নেই, সে কিছুদিন ওই কাজটি করেনি। তারপর এখন ভাবছে তার তো মনে নেই আসলেই শর্ত দিয়েছিল কিনা মুখে বলে। তাহলে সে কেন সেই কাজ করবে না??
এরকম সন্দেহ থেকে গেলে কি মহিলা ওই কাজ করতে পারবে??