আসসালামু আলাইকুম,
যদি কেউ দেশের বাইরে থাকে এবং সেখানে নতুন হওয়া বিধায় কুরবানী দেশে দিতে চায়, তার কুরবানীর ভাগ এর টাকা দিয়ে পরিবারের সদস্যরা নিজেদের সাথে না দিয়ে কোন ইসলামি সংস্থা কে দিয়ে দিতে পারবে কি যারা কুরবানির টাকা সংগ্রহ করেন এবং কোন প্রত্যন্ত অঞ্চলে কুরবানির সম্পাদন করে থাকেন। উল্লেখ্য, যদি সে অন্য কোথাও না দিয়ে সেখানেই কুরবানী দিয়ে ফরজ কুরবানী আদায় করতে চায়, তাহলে তার কুরবানী কি আদায় হবে?
জাযাকাল্লাহু খাইরান।