আসসালামু আলাইকুম।
মাফ করা উত্তম একটা কাজ, এবং আমাদের সবার মাফ করে দেওয়া উচিত যাতে আল্লাহ ও আমাদের মাফ করেন। কিন্তু কেউ যদি কারো উপর জুলুম করে, জেনে হোক না জেনে। আর মাজলুম ব্যক্তি আল্লাহর কাছে ফরিয়াদ করেন যে তিনি ন্যায় বিচার চান, তবে সে অন্যায় কারিকে মাফ করে দিয়েছেন মনে মনে, তবে তার প্রতি অন্যায়ের ও বিচার চায় তবে আল্লাহ কি জুলুম কারীকে মাফ করে দেবেন নাকি, অন্যায় এর শাস্তি দেবেন?
যদি এমন হয় খুব কঠোর শাস্তি না হোক, মাজলুম যেহেতু ন্যায় বিচার চেয়েছেন, তাই হক নষ্টকারী র শাস্তি হলো। তাহলে এই যে আমরা কত গুনাহ্ করে, আল্লহর কাছে মাফ চাই, আল্লাহ যদি মাফ করেও দেন তাও কী আমাদের শাস্তি হবে? কত ক্ষেত্রে তো আমরা নিজেদের বা আল্লাহর হক নষ্ট করে ফেলি। অতঃপর অনুতপ্ত হয়ে মাফ চায়। এক্ষেত্রে ন্যায় বিচার কোনটা?