ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
قُلۡ هُوَ اللّٰهُ اَحَدٌ
বল, তিনিই আল্লাহ, এক-অদ্বিতীয়।
اَللّٰهُ الصَّمَدُ ۚ
আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সকলেই তাঁর মুখাপেক্ষী।
لَمۡ یَلِدۡ ۬ۙ وَ لَمۡ یُوۡلَدۡ
তিনি কাউকে জন্ম দেননি এবং তাঁকেও জন্ম দেয়া হয়নি।
وَ لَمۡ یَکُنۡ لَّهٗ کُفُوًا اَحَدٌ
আর তাঁর কোন সমকক্ষও নেই।(সূরা ইখলাছ)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
আপনি তাকে বুঝাবেন।আল্লাহর সৃষ্টি হচ্ছি আমরা।আমাদেরকে আল্লাহ ছেলে মেয়ে তথা নারী পুরুষ বানিয়ে সৃষ্টি করেছেন। এর জন্য জরুরী নয় যে, সবকিছুতেই নারী পুরুষ হতে হবে।
আল্লাহ আমাদের মত না। উনি উনার মত। উনার কোনো ছেলে মেয়ে নাই।এবং উনি পুরুষও না এবং মহিলাও না।