আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু উস্তাদ।
আগে একটা কথা বলে নেই,
আমার জ্বীনজাতীয় সমস্যা আছে। এরপর আসি প্রশ্নের দিকে,
১০তারিখ, জুন, ২০২২
, আমি সেদিন ইস্তেখারা করেছিলাম,কি করবো কোনো দিশা পাচ্ছি নাহ, পড়াশোনাও ভালোলাগে নাহ, আবার কিচ্ছুই মন দিয়ে করতে পারছি নাহ,কোনদিকে মনোযোগ দিবো বুঝতেছিও নাহ, তো এইজন্য ইস্তেখারা করে তাড়াতাড়ি ঘুমাই যে আল্লাহ একটা রাস্তা তো দেখাবেনই,স্বপ্নে কিছু দেখি কিন্তু উঠে আর মনে করতে পারি নাহ, কিন্তু ঘুম ভাংতেই আমি ফুরকান এর ৭৪নং আয়াতের দু"আটাপড়ি, আবার ঘুমাই, এরপর ফজর পড়ে ইস্তিখারা করে ঘুমাইলে আক্রমণাত্মক কিছু দেখি, ঘুম ভাংলে বাম দিকে ৩বার থু থু দিয়ে আবার ঘুমাই, এরপর একটা স্বপ্ন দেখি, আমি কোথাও গিয়েছি অনেক দূরে, বাট অনেক সুন্দর একটা বাড়ি, ঢুকতেই দেখি একটা দেওয়ালে মূর্তি আকাঁ, এরপর ভিতরে গেলে একটা হুজুর আমার সম্পর্কে বিস্তারিত জানতে চায়, একপর্যায়ে সে নিজেই বলে, তোমার বয়স ছাব্বিশ, আমি বলি আরেহ নাহ, আমার বয়স আঠারো আর এটা নিয়ে কিছুক্ষণ তর্কাতর্কি হয়, পরে বলি আমার বোরকাই এমন বয়স বুঝা যায় নাহ, এরপর উনি বলেন যাও এখন ঘুমাও সকালে ২জন আসবে, আমি এরপর ওই বাড়ির ছাদে যাই, গোসল করি, এরপর ২জন ছেলে আসে, একজন একটু লম্বা, দেখতে কালো,দাড়ি-মোচওয়ালা,কম বয়সী,তার সাথে কথা বলতে বলতে আমি ২টা বাচ্চার সাথে খেলতে থাকি,, আর অপরজন ছিলো কিছুটা খাটো,কিন্তু ফর্সা, দাড়িওয়ালা। কিন্তু আমার কালো মানুষটারে ভাল্লাগছিলো, এরপর ঘুম ভেঙে গেছে, কিন্তু আমি আসলে কিছু বুঝতে পারছিলাম না।৷ এটা শয়তানের পক্ষ থেকে ছিলো কি নাহ। কিন্তু অবাক করা বিষয়, সেইদিন বিকালেই আনার অর্ধেক দ্বীন ডট কমের ২টা বায়োডাটা খুব নজর কারে, একজন সৌদিতে ইমাম, ফর্সা,১৯৯৮ জন্মসাল,সব কিছুই ভালো ছিলো কিন্তু হাইট ৫'৬,আর উনার ডিটেইলস শুনে ভাল্লাগেনি যদিও পুরো ফ্যামিলি দ্বীনদার প্র‍্যাক্টিসিং ছিলো।আর অন্যজন হাফেজ,আলিম পরীক্ষার্থী,স্টুডেন্ট, পারিবারিক ব্যবসায়ী, জন্মসালও ২০০০, হাইট ৬'০, গায়ের রঙ -শ্যামলা লিখা ছিলো,উনার সব কিছুই কেমন যেনো ভাল্লাগছিলো,তো আমি এক আপুকে বলছি যে আমি তো ইস্তিখারা করছিলাম কোনো দিশা না পাওয়ায়, আর এমন এমন স্বপ্ন দেখছি, তো আপু ৭দিন ইস্তেখারা করতে পরামর্শ দেন। আর আমি ইস্তেখারা করে এরপর স্বপ্ন কিছু দেখলেও মনে থাকে নাহ কিন্তু সারাদিন কেমন যেনো লাগে, ভালো লাগে নাহ মন্দ লাগে সেইটাও বুঝি নাহ,তবে ইদানীং রাসূল (স), উম্মুল মু'মিনীন্দের ফ্যামিলি ম্যানেজমেন্ট এর বইগুলো পড়তে ভীষণ ভাল্লাগে আর ওইগুলায়ই সময় যায়। কিন্তু আমি এখনো পথহারা :/ কি করবো বুঝতেছিনা ক্লিয়ারলি,রাত্রের ঘুম তো এম্নিই হারাম হয়ে গেছে তাই সারারাত্রে দোয়া করতে থাকি, ইহদিনাস সিরতাল মুসতাকিম,আল্লাহ যেনো সুস্পষ্টভাবে পথ দেখান,আর ফজর পড়ে আমি ঘুমিয়ে যাই। আর আল্লাহ একটা রাস্তা তো দেখাবেনই অথবা আমাকে আগ্রহী বানাবেন যা আমার জন্য ভালো সেইদিকে এই আশায়।
১৫ জুন ২০২০.
ইস্তেখারার ৫ম/ষষ্ঠ দিন - স্বপ্নে, আমি খুব সাধারণ একটা ছেলের বিস্তারিত কাকে যেন দেখাচ্ছিলাম, কাউকে বলছি, এ ছেলেটা অতি সাধারণ,কিন্তু দেখো দ্বীনদার,তুমি তাকে দেখে নাও, হয়তো ভালো হতে পারে। বেগুনি একটা কাগজে তার সম্পর্কে কিছু লিখা,আর রাসূল (স) এর গরীবদের নিয়ে হাদিসটা আলোচনা শুনছিলাম হয়তো,যে গরীবরা ধনীদের আগে জান্নাতে প্রবেশ করবে,বাস্তবে বেগুনি রঙের ফ্রম এর আগে দেখেছিলাম অর্ধেক দ্বীনেই, কিছুদিন আগে। এগুলা কি কল্পনা মিশ্রিত স্বপ্ন ? কিন্তু আমি তো এসব নিয়ে ভাবছিও না, আমি পড়াশোনায় এটেনশন দিতে পারছি না, ইবাদাত সুস্থিরভাবে করতে পারছিনাহ,একরকম পথহারা পাগলের মতো হয়ে গেছি,এরমধ্যে ইস্তেখারা করে আমি খালি ছেলেমানুষই কেনো দেখতেছি? *_°
এগুলা কি শয়তানের পক্ষ থেকে নাকি আল্লাহর পক্ষ থেকে দেখেছি তা বুঝবো কিভাবে?
২০জুন ২০২২
সকালের স্বপ্ন যদিও, আমি কোনো একজনের বাসায় গিয়েছি, মেয়েটাকে আমি চিনি, নাম মুসলিমাহ তবে স্বপ্নে তার মিল নেই, তার একটা বাচ্চা আছে ৩মাস বয়সী, এরপর কি জেনো দেখেছিলাম মনে নেই, হুট করেই আমি কাউকে খুব মারতে শুরু করি, এতো জোরে জোরে মারছিলাম কিন্তু তার গায়ে যেনো আঘাতটা লাগছেই নাহ এমন একটা অবস্থা এতে আমি আরো ক্ষিপ্ত হয়ে মারতে থাকি একপর্যায়ে আমি খুব দূর্বল হয়ে যাই, আর খুব চিকন একটা লাঠি দিয়ে আমি তাকে মারি, লাঠিও ভেঙে যায়। এরপর ঘুম থেকে উঠে দেখি আমার বাম পা প্রায় অবশ, সারাদিন এতো বেশি যন্ত্রণা ছিলো যে আমি বসে বসে সালাত পড়েছি।
যাই হোক নাহ কেনো আমি কি করবো কিচ্ছুই বুঝতেছিনা, দিন দিন আমার সার্বিক (ঈমান,আখলাক,আমল) অবনতিই হচ্ছে৷ যেহেতু আমার সাথে জ্বীন জাতীয় সমস্যা আছে এইজন্য ইস্তেখারা করেও কিচ্ছুই সিদ্ধান্ত নিতে পারছিনা, আমাকে একটু বলুন দয়া করে আমি কি করবো?