ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
সূরা ওয়াকেয়া সম্পর্কে নিম্নোক্ত হাদীস বর্ণিত রয়েছে।
হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাযি থেকে বর্ণিত,
ﻋﻦ ﺍﺑﻦ ﻣﺴﻌﻮﺩ ﺳﻤﻌﺖ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ـ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ـ ﻳﻘﻮﻝ : " ﻣﻦ ﻗﺮﺃ ﺳﻮﺭﺓ ﺍﻟﻮﺍﻗﻌﺔ ﻛﻞ ﻟﻴﻠﺔ ﻟﻢ ﺗﺼﺒﻪ ﻓﺎﻗﺔ ﺃﺑﺪًﺍ "
তরজমাঃ- তিনি বলেন, নবীজী ﷺ বলেছেন, ‘যে ব্যক্তি প্রত্যেক রাতে সূরা ওয়াকেয়া তিলাওয়াত করবে; সে কখনও অভাব-অনটনে পতিত হবেনা।’ (শু‘আবুল ঈমান, হাদীস নং-২৪৯৯)
সূরা ওয়াক্বেয়ার ফযিলত সম্পন্ন হাদীস সহীহ না যঈফ? এ সম্পর্কে মুহাদ্দিসগণের নিকট মতপার্থক্য পরিলক্ষিত হয়।
মুহাদ্দিস মুনাওয়ী রাহ বলেন,
ﻗﺎﻝ ﺍﻟﻤﻨﺎﻭﻱ ﻓﻲ ﻓﻴﺾ ﺍﻟﻘﺪﻳﺮ:
ﻣﺎ ﺭﻭﺍﻩ ﺍﻟﺒﻴﻬﻘﻲ ﻋﻦ ﺍﺑﻦ ﻣﺴﻌﻮﺩ - ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻪ - ﺃﻥ ﺍﻟﻨﺒﻲ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻭﺳﻠﻢ ﻗﺎﻝ : ﻣﻦ ﻗﺮﺃ ﺳﻮﺭﺓ ﺍﻟﻮﺍﻗﻌﺔ ﻓﻲ ﻛﻞ ﻟﻴﻠﺔ ﻟﻢ ﺗﺼﺒﻪ ﻓﺎﻗﺔ ﺃﺑﺪﺍً . ﻭﻫﻮ ﺣﺪﻳﺚ ﺿﻌﻴﻒ،
ইমাম বায়হাক্বী যে হাদীস ইবনে মাসউদ রাযি থেকে বর্ণনা করেছেন,সেটা যঈফ।(ফয়যুল ক্বাদির)
সৌদিআরবের 'হাই'আতু কিবারিল উলামা' এর সদস্য সালেহ বিন ফাওযান লিখেন........
সূরা ওয়াক্বেয়া এর ফযিলত সম্পর্কে বিশুদ্ধ হাদীস রয়েছে,এ বিষয়ে তাফসিরে ইবনে ক্বাসির দেখতে পারেন,(তাফসিরে ইবনে কাসির-৪/৩৮৩)
ইবনে আসাকির হযরত ইবনে আব্বাস রাযি এর সূত্রে সহীহ সনদে বর্ণনা করেন যে,রাসূলুল্লাহ সাঃ বলেছেন,সূরায়ে ওয়াক্বেয়া হল ধনরত্নের সূরা।সুতরাং তোমরা তা পাঠ করো এবং তোমরা তোমাদের সন্তানাদিকে তা শিক্ষা দাও।
(ফাতহুল কাদ্বীর-৫/১৪৬) বিস্তারিত জানতে ভিজিট করুন- https://www.ifatwa.info/459
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
ধনী হওয়ার নির্দিষ্ট কোনো আ'মল শরীয়তে নাই।কুরআন হাদীসে এমন কোনো আ'মলের কথা আসেনি।হ্যা, অভাব অনটন থেকে নিজেকে বাঁচাতে কুরআন হাদীসে কিছু আ'মল বর্ণিত হয়েছে।
(১)
'আল্লাহুম্মাকফীনী বি-হালালিকা আন-হারামিকা ওয়াআগনুণি বি-ফাদলিকা আম্মান সিওয়াক'
(হে আল্লাহ! আমাকে হারামের পরিবর্তে হালাল দ্বারা রিযিক দাও।এবং আপনার অনুগ্রহে আপনি ব্যতিত সবার থেকে আমাকে অমুখাপেক্ষী বানাও)
উক্ত দু'আ হাদীসে বর্ণিত হয়েছে। তবে আপনি যেভাবে উল্লেখ করেছেন, সেভাবে নির্দিষ্ট সংখ্যার সাথে কোথাও আসেনি। অর্থাৎ দৈনিক ১০০০ বার পাঠ করলে অল্প দিনেই ধনী হয়ে যাওয়া মর্মে কোথাও আসেনি। হ্যা, এই দু'আ পাঠ করলে আল্লাহ অবশ্যই মানুষ থেকে অমুখাপেক্ষী বানাবেন।
(২)
উপরে বর্ণিত হয়েছে।
(৩)
ধনী হওয়ার নির্দিষ্ট কোনো আ'মল কুরআন সুন্নাহে আসেনি।হ্যা, হারাম থেকে বাঁচতে এবং যথেষ্ট পরিমাণ হালাল রিযিক উপার্জন করতে আপনি সূরায়ে ওয়াকিয়া এবং উপরোক্ত দু'আ পড়তে পারেন।