আমরা তিনবোন, আমাদের কোন ভাই নেই এবং বাবা মারা গিয়েছেন কয়েক বছর আগে। দুই বছর আগে আমার বিয়ের পর, আমি আমার হাসবেন্ডর সাথে কক্সবাজার থাকি। আমার মা এবং দুইবোন (প্রাপ্তবয়স্ক) ঢাকায় থাকে। আমি ঢাকায় যাওয়ার সু্যোগ খুব কম পাই। আমার মা এবং বোনেরা যদি আমার কাছে এসে মাঝে মাঝে থাকে তাহলে আমি আমার মায়ের একটু সেবা করার সুযোগ পাবো। এবং বোনদের সাথেও কিছুটা সময় কাটাতে পারবো।
বি. দ্র. আমার মামা, চাচা যারা আছেন উনাদের পক্ষে কক্সবাজারে আমার কাছে আসার সুযোগ সাধারণত হয় না, তাই উনাদের পক্ষে মা এবং বোনদের নিয়ে আসা সম্ভব হয় উঠেনা। তাই পরিবারের সবাই একসাথে থাকার সুযোগও হয়না।
এমন পরিস্থিতিতে, আমার মাকে এবং বোনদের কে আমার কাছে কিছুদিনের জন্য নিয়ে আসার উপায় কি হতে পারে?
যেহেতু, আমার মা এবং বোনদের সাথে ভ্রমণ করার জন্য তেমন কোন মাহরাম নেই সেহেতু, যথার্থ পর্দার সাথে এবং ফিতনা থেকে দূরে থেকে আমার মা অভিভাবক হয়ে আমার বোনদের সাথে করে নিয়ে আসতে পারবে আমার বাড়িতে?