জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
(০১)
হাদিস শরিফে এসেছে:
عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنْ كُلِّ ذِي نَابٍ مِنَ السِّبَاعِ وَعَنْ كُلِّ ذِي مِخْلَبٍ مِنَ الطَّيْرِ
ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল প্রকার হিংস্র পশু এবং নখর ধারী পাখি (খেতে) নিষেধ করেছেন।”
[সহীহ মুসলিম, অধ্যায়: ৩৫/ শিকার ও জবেহ কৃত জন্তু এবং যে সব পশুর গোশত খাওয়া হালাল]
★সুতরাং যে সব পাখি পাঞ্জা দ্বারা শিকার ধরে খায় তা খাওয়া জায়েজ নয়। যেমন: শকুন, চিল, ঈগল, কাক, বাজ ইত্যাদি।
আর যে সব পাখী পাঞ্জা দ্বারা শিকার ধরে খায় না তা (জবাই করে) খাওয়া জায়েজ ও হালাল। যেমন: হাঁস, মুরগি, ময়না, টিয়া, বক, শারক, চড়ুই ইত্যাদি।
★উল্লেখিত মূলনীতির আলোকে ডাহুক পাখি ২য় প্রকারের অন্তর্ভুক্ত বলেই জানি।
ডাহুক পাখি জানামতে পাখী চিল,কাকের ন্যায় পাঞ্জা দ্বারা শিকার ধরে খায় না।
সেই হিসেবে ডাহুক পাখি খাওয়া জায়েজ।
(০২)
বিশেষ ওযর বশত যেহেতু আপনি এ কদিন চর্চা করবেননা,তাই আল্লাহ তায়ালা এতে আপনার উপর অসন্তুষ্ট হবেননা,ইনশাআল্লাহ।
তবে প্রত্যেহ সময় পেলে কিছু লাইন চর্চা করার পরামর্শ থাকবে।