বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ
294 নং ফাতাওয়ায় আমরা উল্লেখ করেছি,
প্রকাশনা স্বত্ব সংরক্ষিত রাখা জায়েয।সেজন্য প্রকাশনা সংরক্ষিত কোনো কিতাবের কপি করা জায়েয হবে না।চায় তা অফলাইনে হোক বা অনলাইনে হোক।সুতরাং প্রকাশনা সংরক্ষিত কোনো কিতাবের ফটোকপি করে বা পিডিএফ ফাইল তৈরী করে তা বিক্রি করা/প্রচার-প্রসার করা কখনো জায়েয হবে না।
ফেকহী মাক্বালাত(শায়খুল ইসলাম তাক্বী উসমানী)- ১/১৭৩---২৪১
পিডি এফ ফাইল তৈরী করা সম্পর্কে জানতে ভিজিট করতে পারেন-
1197
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
হাদীসে এসেছে,রাসূলুল্লাহ সাঃ বলেছেন,
لا ضرر ولا ضرار
ইসলামে নিজেকে ক্ষতি পৌছানো নেই এবং অন্যকেও ক্ষতি পৌছানো যাবে না।(সুনানু ইবনি মা'জা-২৩৪০)
যেহেতু আপনার এ দ্বীন প্রচারের দ্বারা অন্য একজনের ক্ষতি হয়ে যাবে।যিনি অনেক টাকা পয়সা ও শ্রম দিয়ে একটি প্রকাশনা বের করেছেন,তার বিরাট ক্ষতি হয়ে যাবে।তাই এমন দ্বীন প্রচারের অনুমোদন দেয়া যাবে না।যদি কেউ এমন দ্বীন প্রচারের প্লাটফরম তৈরী করতে চায়,তবে তার জন্য অত্যাবশ্যকীয় যে,সে লিখকের সাথে যোগাযোগ করে অনুমোদন নিয়েই এমন কাজে ব্রতী হবে।