ওয়া আলাইকুম আসসালাম।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
হায়েয অবস্থায় হানাফি মাযহাবের সিদ্ধান্ত অনুযায়ী কুরআন তিলাওয়াত করা যায় না।তবে অন্যান্য মাযহাবের সিদ্ধান্ত অনুযায়ী হায়েয অবস্থায়ও কুরআন তিলাওয়াত করা যায়।
হায়েয অবস্থায় কুরআনের ঐ সমস্ত আয়াতই তিলাওয়াত করা যাবে,যেই সমস্ত আয়াতে দু'আর অর্থ রয়েছে।কুরআনের রাব্বানা সম্ভলিত অধিকাংশ আয়াতে দু'আর অর্থ বিদ্যমান রয়েছে।সূরা ফাতেহাতে দু'আর অর্থ রয়েছে।আপনি থানভী রাহ কর্তৃক লিখিত মুনাজাতে মাকবুল গ্রন্থ খানা ক্রয় করে নেবেন।তথায় দু'আর আয়াত সমূহ পেয়ে যাবেন।
ইস্তেখারা করার পর হয়তো স্বপ্নে কোনো ইঙ্গিত পাবেন।নতুবা অন্তর কোনো এক সিদ্ধান্তের প্রতি আবেগি হয়ে উঠবে।ইস্তেখারা করার পরও যদি মনের ভিতর কোনো এক দিকের প্রতি প্রবল আগ্রহ না জন্মায়,তাহলে কোনো বিজ্ঞ আলেমের শরণাপন্ন হবেন।যদি আপনার পাশে বা নিকটে কোনো আলেম না থাকেন কিংবা আপনি বিজ্ঞ কোনো আলেমের সন্ধান না পান,তবে আমাদের এখানের যে কারো সাথে যোগাযোগ করতে পারেন।