বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আল্লাহ তা'আলা বলেন,
وَإِذَا رَأَيْتَ الَّذِينَ يَخُوضُونَ فِي آيَاتِنَا فَأَعْرِضْ عَنْهُمْ حَتَّىٰ يَخُوضُوا فِي حَدِيثٍ غَيْرِهِ ۚ وَإِمَّا يُنسِيَنَّكَ الشَّيْطَانُ فَلَا تَقْعُدْ بَعْدَ الذِّكْرَىٰ مَعَ الْقَوْمِ الظَّالِمِينَ
যখন আপনি তাদেরকে দেখেন, যারা আমার আয়াত সমূহে ছিদ্রান্বেষণ করে, তখন তাদের কাছ থেকে সরে যান যে পর্যন্ত তারা অন্য কথায় প্রবৃত্ত না হয়, যদি শয়তান আপনাকে ভূলিয়ে দেয় তবে স্মরণ হওয়ার পর জালেমদের সাথে উপবেশন করবেন না।(সূনা আল আন'আম-৬৮)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
ইসলাম বিরোধী ব্যক্তিবর্গের নিকট থেকে নিজেকে নিরাপদ দূরত্বে রাখতে কুরআনে নির্দেশ দেয়া হয়েছে।তাদের সাথে কোনো প্রকার সম্পর্ক রাখা যাবে না।
সুতরাং
যদি ইসলাম বিরোধী দলের কোনো প্রার্থী নির্বাচনে জিতে যায় এবং কেই বলে 'আলহামদুলিল্লাহ' অমুকে জিতে গেছে।
তাহলে তার এই কথার দ্বারা আল্লাহ বিরোধী ইসলাম বিরোধী শক্তিকে সমর্থন জানানো হবে। যদি ঐ ব্যক্তিগত ভাবে ভালো থাকে, তাহলে এই কথা বলার কারণে কারো ঈমান ভঙ্গ হবে না।তবে দলের শক্তি যেহেতু বর্ধিত হয়েছে, তাই ভবিষ্যতে এরকম কথা বা কাজ থেকে বিরত থাকতে হবে। তবে যদি ঐ প্রার্থী নিজেও ইসলাম বিরোধী হয়, এবং একথা তার জানা থাবে,তারপরও সে খুশী হয়ে এরকম কথা বলে, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে।