জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
হযরত উম্মে হুমাইদ আস সাআদী রাযি. থেকে বর্ণিত, একবার তিনি রাসুলুল্লাহ ﷺ-এর নিকট এসে আরজ করলেন, হে আল্লাহর রাসুল! আমি আপনার পিছনে নামাজ আদায় করতে চাই। নবী করীম ﷺ উত্তরে বললেন,
قَدْ عَلِمْتُ أَنَّكِ تُحِبِّينَ الصَّلاةَ مَعِي وَصَلاتُكِ فِي بَيْتِكِ خَيْرٌ لَكِ مِنْ صَلاتِكِ فِي حُجْرَتِكِ وَصَلاتُكِ فِي حُجْرَتِكِ خَيْرٌ مِنْ صَلاتِكِ فِي دَارِكِ وَصَلاتُكِ فِي دَارِكِ خَيْرٌ لَكِ مِنْ صَلاتِكِ فِي مَسْجِدِ قَوْمِكِ وَصَلاتُكِ فِي مَسْجِدِ قَوْمِكِ خَيْرٌ لَكِ مِنْ صَلاتِكِ فِي مَسْجِدِي قَالَ فَأَمَرَتْ فَبُنِيَ لَهَا مَسْجِدٌ فِي أَقْصَى شَيْءٍ مِنْ بَيْتِهَا وَأَظْلَمِهِ فَكَانَتْ تُصَلِّي فِيهِ حَتَّى لَقِيَتْ اللَّهَ عَزَّ وَجَلَّ
‘আমি ভালো করেই জানি, তুমি আমার পিছনে নামাজ আদায় করতে চাও। কিন্তু তোমার জন্য তোমার রুমে নামাজ আদায় করা অন্য রুমে আদায় করার চেয়ে উত্তম। আর তোমার ঘরের কোনো রুমে আদায় করা বাড়িতে আদায় করার চেয়ে উত্তম। আর তোমার বাড়িতে নামাজ আদায় করা কওমের (এলাকার ) মসজিদে আদায় করার চেয়ে উত্তম। আর তোমার কওমের (এলাকার ) মসজিদে নামাজ আদায় করা আমার পিছনে নামাজ আদায় করার চেয়ে উত্তম। এরপর ঐ মহিলা তার অন্ধকার কুঠরিতে নামাজের জন্য জায়গা নির্ধারণ করে নেয়। এবং মৃত্যু পর্যমত সেখানেই নামাজ আদায় করতে থাকে।’ (মুসনাদে আহমাদ ৩৭/৪৫)
,
বিস্তারিত জানুনঃ
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
উল্লেখিত হাদীসে পরপর তিনটি শব্দ এসেছে।
এক,
بَيْت ج بُيُوت ، بُيُوتَات
[বাইত] এর অর্থঃ-
ঘর,বাসস্থান,কক্ষ,বাড়ি,পরিবার।
দুই,
حُجْرَة ج حُجَر ، حُجُرَات
[হুজ্রাহ] এর অর্থঃ-
প্রকোষ্ঠ,কক্ষ,কামরা,হুজ্রা,মহল,কেবিন।
তিন,
دَار (مث) ج دِيَار ، دُور
[দার] এর অর্থঃ-
বাড়ি,ঘর,গৃহ,ভবন,আলয়,নিকেতন,,আশ্রম
আবাস,,নিবাস,কেনদ্র,প্রতিষ্ঠান,কার্যালয়,অঞ্চল,
ভূমি,ভূখণ্ড,দেশ।
এখানে আমরা তিনটি বিষয় নির্দিষ্ট করি।
এক, নিজ ঘরের প্রকোষ্ঠ।
দুই, বাড়ির অন্য রুমে।
তিন, বাড়িতে (কোনো রুমে নয়) বাসার মাহরামরাও দেখতে পারে,এমন স্থানে,মানে বাড়ির মধ্যেই একটু খোলা স্থানে।
তবে বাড়ির বাহিরে নয়।
সুতরাং নিজ ঘরের প্রকোষ্ঠে নামাজ আদায় করা অন্য ঘরে নামাজ আদায় থেকে উত্তম।
অন্য ঘরে নামাজ আদায় করা বাড়িতে নামাজ আদায় থেকে উত্তম।
বাড়িতে নামাজ আদায় করা কওমের মসজিদে আদায় করা থেকে উত্তম।