বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ
সফরের হালতে সাধারণত সুন্নাতকে তরক/পরিত্যাগ করা যাবে না।বরং সময় থাকলে সুন্নাত নামায সমূহকে পড়ে নেয়াই উচিৎ।সময়-সুযোগ না থাকলে,কিংবা নিজ জান-মালের ক্ষতির আশংকা থাকলে,তখন অবশ্য সুন্নাত-কে পরিত্যাগ করা যাবে।এর রুখসত রয়েছে।(ফাতাওয়ায়ে মাহমুদিয়্যাহ-৭/৫১৭)
একটু কষ্ট করে সফরের হালতে সুন্নত পড়ে নেয়াটা-ই উত্তম।কেননা বর্ণিত রয়েছে, রাসূলুল্লাহ সাঃ সফরের সময় সুন্নাত পড়েছেন।(তিরমিযি-১/৭২)বিস্তারিত জানুন-
737
মুসাফির যদি মুকিম ইমামের পিছনে জামাতে নামায পড়েন,তবে তিনি তখন পূর্ণ নামাযই পড়বেন।আর যদি মুসাফির ইমামের পিছনে জামাতে নামায পড়েন,তাহলে তখন কসর পড়বেন।
মুসাফিরের জন্য জামাতে পড়া নিয়ে বিস্তারিত জানতে ভিজিট করুন-
4138