আসসামুআলাইকুম ওরাহমাতুল্লা।
১।শায়খ ধরেন কেউ ঈলা সম্পর্কে আগে থেকে জানত না।কোনদিন শুনেও নি ঈলা কি এটা।স্বামী ও স্ত্রী নতুন বিয়ে করেছে।যে যার বাসায় থাকে,ওদের মা বাবা জানে না বিয়ের কথা।।লকাডাউনের আগে বিয়ে করেছে।বিয়ের পর পর ওই আবার লকডাউন।আর স্কুল ও কলেজ বন্ধ তাই তারা,দেখা করতে পারে না।ধরেন স্বামী শপথ করেছে যতদিন নামিয়ে নিয়ে যায় নি স্বামীর বাসায় ততদিন সহবাস করবে না,রাগে।স্বামীর কোন তালাকের নিয়ত ছিল না।আর স্বামী স্ত্রী জানেও না ঈলা কি সেটা।কিন্তুু এর ১ ঘন্টা পর পর সব ভাল হয়ে যেত একদম ভাল কথা বার্তা হত।মানে ওদের ফোনে কথা হত।শুধু পাশে আসতে পারত না কারন লকড়াউন ছিল স্বামীর বাড়ি অনেক দূরে।মাঝে মাঝে স্বামী আসতে চাইত কিন্তুু কোথায়,দেখা করবে সেটা ভেবে স্ত্রী বলত এখন না। এরকম ৬-৭ মাস পর দেখা করে।সহবাস ও হয়।তহ এসব তহ ওরা জানত না।স্ত্রী পরে এসব জানার পর গুগুলে সার্চ দিয়ে একজন শায়খের ওয়াজে শুনেছে তালাক হবে না, তিনি বলেছেন "যারা বিদেশে থাকেন বা দেশে থাকেন কিন্তু কোন কারনে স্ত্রীর কাছ থেকে দূরে থাকেন তারা যদি কোন কারনে ৪ মাসের ভেতর আসতে না পারে স্ত্রীর কাছে তাহলে তারা ৪ মাস বা এরও পরে আসার পর পরবর্তীতে ডিশিসন নিবে স্ত্রীকে রাখবে নাকি তালাক দিবে সেটা"।এ অনুযায়ী ওরা চলতেছে।কারন স্বামী তালাক দেয় নি আর ইচ্ছা করে এসব বলে নি।জানত ও না এসব বিষয়ে।কারন নতুন বিবাহিত।এই বিষয়ে শুনেও নি।লকডাউনের কারনে আসতে চাওয়ার পর ও আসতে পারে নি।স্বামী অনেক চেয়েছিল আসার জন্য।স্ত্রীকে সব সময় জবাবদিহি করতে হয় পরিবারে তার,স্কুল কলেজ বন্ধ তাই কলেজ খুললে আসতে বলেছিল।তবু স্ত্রী আরেকজন আলেমকে প্রশ্ন করেছিল ওনিও বলেছিলেন ৪ মাস পর নিয়ে যাবে এতে অসুবিধা হবে না।এতে কি গুণাহ হবে? এ অনুযায়ী চলতেছে ওরা।এমন একটা ফতোয়া দিন যাতে ওদের সংসারটা বেচে যায়।
২।এসব কথা,স্বামীর মনে নেই।স্ত্রীর মনে থাকলেও সন্দেহ রয়েছে ঠিক কি বলেছল স্বামী সেটা নিয়ে।স্পষ্ট মনে নেই আর কি।এখন ওরা উপরের আলেমদের পরামর্শ অনুযায়ী চললে কি গুণাহ হবে?