আমি নব্য দ্বীন এ ফেরা , পরিবার থেকে তেমন সাপোর্ট কোনদিন পাই নাই , খুব সংগ্রাম করেই হিজাব নিকাব পড়তে হয় , বিয়ে হয়েছে দ্বীন দার এর সাথে কিন্তু আলহামদুলিল্লাহ উনার ইনকাম বর্তমানে খুবই কম ( ইনশাল্লাহ শীঘ্রই আল্লাহ প্রতিদান দিবেন)
তো আমি আমার মায়ের সাথে একটা বিজনেস করি , সেটার রিপ্লে থেকে শুরু করে প্রোডাক্ট কালেকশন সব আমি করি , কিন্তু শুরুর দিকে মা সেই প্রোডাক্ট বাড়িতে এনে বিক্রি করতো , কিন্তু সেটাকে আমি অনলাইনে নিয়ে যাবার পর আলহামদুলিল্লাহ অনেক সাড়া পেয়েছি । তো সেল বাড়ার পর উনি প্রফিট এর কিছু % আমাকে দিত এরপর এখন লাখের অধিক সেল হয় ( কারণ আমি অনেক কষ্ট ও করি ) কিন্তু % বাড়াতে চায় না মা। অনেক বুঝিয়েছি ,শাইখ আমি চাইলেও এখন চাকরি করতে পারবো না কারণ ঘরে বসে এই হালাল বিজনেস টাই আমার জন্য উপযুক্ত ,
আমার মায়ের টাকা র অভাব নেই , এবং উনি ফ্যামিলি সবাই কে বলে এই বিজনেস উনার মরার পর আমি ই হ্যান্ডেল করবো কিন্তু মায়ের বিজনেস রিলেটেড ইচ্ছে বা বুদ্ধি কম যেমন প্রফিট দিয়ে উনি জমি কিনে আমাদের 3 বোন কে ভাগ করে দিতে চায় আর আমি চাই সেটা না করে ওই প্রফিট দিয়ে আরো কিছু মাল তুলি , আউট লেট দেই ( ইসলামিক পরিবেশ বজায় রেখে )
এখন আমার প্রশ্ন হলো আমার ভরণ পোষণ এর জন্য কিছু টাকা যদি আমি এই প্রফিট থেকে নেই সেটা কি গুনাহ হবে?
আমার পড়ালেখা ,বাড়ি ভাড়া সব আমার দিতে হয় , আম্মু আব্বু কোন ভরণ পোষণ দেয় না ( বিয়ের আগে কথা হয়েছিল হাসবেন্ড যেহেতু স্টুডেন্ট তাই ইনকাম এর আগ অবধি তারা আমাকে দেখবে)
কিন্তু সেটা ও তারা করে না ।এই অবস্থায় আমার কি করা উচিৎ । আশা করি পরিস্থিতি বিবেচনা করে একটা উত্তর দিয়ে ধন্য করবেন ।আল্লাহ ভালো রাখুক আপনাদের