আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ।
★ সর্বপ্রথম বলে রাখি আমি হানাফি ফিক্বহ ফলো করি।আর,সব বিষয়ে হানাফি ফিক্বহের মাস'আলা মানার চেষ্টা করি, আলহামদুলিল্লাহ।
★এবার আমার ঘটনাটা বলি- ❝ আমি ছোট থেকে জেনেছিলাম- নারী-পুরুষের সালাত আলাদা। তারপর, আমরা সপরিবারে উমরাতে গিয়েছিলাম, সেখানে দেখেছিলাম নারী-পুরুষ সকলে একই রকমভাবে সালাত আদায় করে। তারপর,বিষয়টা আমাকে খুব ভাবাতো, আম্মুর সাথে বিষয়টা আলাপ করেছিলাম। আম্মু বলেছিলো - ওরা হয়তো জানেনা, মেয়েদের সালাত আলাদা।
এরপর ১ বছর কেটে যায়, একদিন আম্মু আমাকে বলতেছিলো- নারী-পুরুষের সালাত আলাদা না, সবাই একরকম নিয়মেই সালাত আদায় করবে এটাই হাদীসে আছে। আমি জিজ্ঞেস করলাম - তুমি কই থেকে জানছো এই বিষয়ে? তখন আম্মু আমাকে একজন আহলে হাদীস আলেমের ওয়াজ দেখালো এবং বললো - ইনিই বলেছেন। তারপর থেকে আমরা পুরুষদের মতো সালাত আদায় করা শিখেছি। আরেকটা কথা বলে রাখা ভালো- সেসময় আমি বা আমার পরিবার কেউ মাজহাব,মানহাজ এসব সম্পর্কে নূন্যতম জ্ঞানও রাখতাম না, কিছুই জানতাম না ; সব আলেমের ওয়াজ শুনতাম, যে যেটা বলে সেটা মানতাম।
তারপর,আমার ধীরে ধীরে দ্বীনের বোঝ আসা শুরু করে, তখন মনে প্রশ্ন জাগতো - নারী-পুরুষের সালাত এক কিনা! তখন ইউটিউবে একজন হানাফি ফিক্বহের আলেমের বক্তব্য শোনেছিলাম - তিনি বলেছিলেন যদি নারীর শক্তি-সামর্থ্য থাকে তাহলে সে পুরুষের মতো সালাত আদায় করতে পারবে। তারপর,আমরা পুরুষদের মতো সালাত আদায় করা চালিয়ে গেলাম।
এরপর, এক তালিবুল ইলম থেকে শুনেছিলাম - সালাতের নিয়ম নিয়ে দুইটা মতবাদ আছে, যেকোন একটা মানলেই হলো, এটা নিয়ে পেরেশানির কিছু নেই।
তারপর,,এভাবেই চলতে থাকলো,ততদিনে আমি ইলম অর্জন শুরু করে দিয়েছি এবং মাজহাব, মানহাজ এসব সম্পর্কে জেনেছি। হানাফি ফিক্বহ মেনে চলতে শিখেছি।
হঠাৎ এক বড় আপু বললো- হানাফি ফিক্বহে নারী-পুরুষের সালাত আলাদা। তখন আমি শাইখ আবদুল্লাহ জাহাঙ্গীর এবং শাইখ আহমাদুল্লাহ এর দুইটা ভিডিও দেখলাম যেখানে নারী-পুরুষের সালাতের তেমন কোন ভিন্নতা নেই বলা হয়েছে। আপুকেও দেখতে বললাম কিন্তু আপু বলেছিলো - হানাফি ফিক্বহে ভিন্ন। ভিডিও দুটোর লিংক - https://youtu.be/U3lNpWeI1N8
https://youtu.be/HhwcZeHLVts<!--/data/user/0/com.samsung.android.app.notes/files/clipdata/clipdata_bodytext_220611_014408_484.sdocx-->
আপু বলার পর আমি আইফতোয়াতে এবং আহলে হক্ব মিডিয়াতে বিষয়টা চেক করলাম - সবখানে একই ফতোয়া, নারী-পুরুষের সালাত ভিন্ন।
তারপর থেকে যখনই আমি সালাত পড়তে যায় - আমার টেনশন হয় আমার সালাত হচ্ছে কিনা,আমি এক মাজহাব মেনে আবার নফসের খাহেশাতের কারণে অন্য মাজহাবের মাস'আলা মানা শুরু করে দিয়েছি কিনা! - এসব বিষয়ে আমি খুব পেরেশান হয়ে যাচ্ছি।❞
প্রশ্ন হলো - ★আমার এতোদিনের সালাতগুলো আদায় হয়েছে?
★হানাফি ফিক্বহে নারী-পুরুষের সালাত আলাদা হলে,শাইখ আবদুল্লাহ জাহাঙ্গীর হানাফি ফিক্বহ মেনেও কেনো এই ফতোয়া দিয়েছেন? শাইখ আহমাদুল্লাহও কেনো একই কথা বলেছেন?
★আমি যদি হানাফি ফিক্বহের হয়ে পুরুষের মতো সালাত আদায় করি, তাহলে কি সালাত আদায় হবেনা? আমার কি তখন গুনাহ হবে?