ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
https://www.ifatwa.info/5917 নং ফাতাওয়ায় আমরা বলেছি যে,
তাই বলব হাটাহাটি করাটা একটি জরুরত পর্যায়ের বিষয়।পবিত্রতা অর্জন করার একটি সুক্ষ্ম পদ্ধতি।
যা ওয়াজিব বা জরুরী কিছু নয়।তবে ভালভাবে পবিত্রতা অর্জন করা কিন্তু ওয়াজিব। তা যেভাবেই হোক না কেন।(শেষ)
শুধুমাত্র টিস্যু ব্যবহার করে কি পবিত্রতা অর্জন করা যাবে? এ সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন- https://www.ifatwa.info/2151
https://www.ifatwa.info/12359 নং ফাতাওয়ায় বলেছি যে,
ফতাওয়ায় হিন্দিয়াতে বর্ণিত রয়েছে,
ويكره أن يبول قائما أو مضطجعا أو متجردا عن ثوبه من غير عذر فإن كان بعذر فلا بأس به (الفتاوى الهندية-1/50، رد المحتار-1/31
দাড়িয়ে বা শুয়ে বা সম্পূর্ণ কাপড় খুলে প্রস্রাব করা মাকরুহ। তবে যদি কোনো উযর থাকে, তাহলে জায়েয রয়েছে।(ফাতাওয়ায়ে হিন্দিয়া-১/৫০)
ওজরের কারণে দাঁড়িয়ে প্রস্রাব করা জায়েজ। (শেষ)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
(১)
আপনি ঢিলেঢালা প্যান্ট পড়বেন।হ্যা বিশেষ প্রয়োজনে দাড়িয়ে প্রস্রাব করার রুখসত রয়েছে।
প্যান্ট টাইট থাকা দাড়িয়ে প্রস্রাবের জন্য বিশেষ কোনো কারণ হতে পারে না।
(২)
জ্বী, কাপড় বা শরীরে প্রস্রাবের কোনো ছিটা না পড়লে কাপড় বা শরীরকে পাক পবিত্র হিসেবেই বিবেচনা করা হবে।
(৩)
ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ক্যালেন্ডার ক্রয় করে নিবেন বা অনলাইন থেকে ডাউনলোড করে নিবেন।