বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
খাবার এবং খাবারের পাত্রকে যথাযোগ্য সম্মান দিতে হবে। খাবারের পাত্রে পা লাগলে গোনাহ হবে না ঠিক তবে ইচ্ছাকৃত পা লাগানো কখনো উচিৎ হবে। পড়ে যাওয়া খাবারকে ফেলে না দিয়ে বরং খাওয়ার উৎসাহ দেওয়া হচ্ছে,
জাবির (রাযিঃ) হতে বর্ণিত।
عَنْ جَابِرٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِذَا وَقَعَتْ لُقْمَةُ أَحَدِكُمْ فَلْيَأْخُذْهَا فَلْيُمِطْ مَا كَانَ بِهَا مِنْ أَذًى وَلْيَأْكُلْهَا وَلاَ يَدَعْهَا لِلشَّيْطَانِ وَلاَ يَمْسَحْ يَدَهُ بِالْمِنْدِيلِ حَتَّى يَلْعَقَ أَصَابِعَهُ فَإِنَّهُ لاَ يَدْرِي فِي أَىِّ طَعَامِهِ الْبَرَكَةُ "
তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের কারো লোকমা পড়ে গেলে সে যেন তা তুলে নেয়। তারপর তাতে যে আবর্জনা স্পর্শ করেছে তা যেন দূরীভূত করে এবং খাদ্যটুকু খেয়ে ফেলে। শাইতানের জন্য সেটি যেন ফেলে না রাখে। আর তার আঙ্গুল চেটে না খাওয়া পর্যন্ত সে যেন তার হাত রুমাল দিয়ে মুছে না ফেলে। কেননা সে জানে না খাদ্যের কোন অংশে বারাকাত রয়েছে।(সহীহ মুসলিম-২০৩৩)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
পড়ে যাওয়া খাবারকে পা দ্বারা মাড়িয়ে হাটা গোনাহ নয়, তবে এমনটা করাও উচিৎ নয়।