আসসালামু আলাইকুম , একটু আগে আমার হাজবেন্ড এর সাথে ফোনে অনেক ঝগড়া হচ্ছিল, আমি বলতেছিলাম, যেহেতু আমাদের মতের অমিল হচ্ছে, আমরা কেউই খুশি হতে পারতেছি না, তাই কিছুদিন আমি কথা বলতে চাই না, সে ও জিনিসটা মেনে নিছে। তারপর আমি তাকে বলছি তাকে আমি ভালোবাসি না, তাকে আমার খুব বিরক্ত লাগে। তখন সে বলছে, একটা সত্যি কথা বলি? আমি বলছি, বলেন। সে বলছে, "আমাদের আলোচনা করে সীদ্ধান্ত নেয়া উচিত, আমাদের আলাদা হয়ে যাওয়া দরকার। " একটানা বলছে কথাটা। তার এই কথার কারনে আমাদের বিবাহিত সম্পর্কের কোন সমস্যা হতে পারে? আমাদের কিন্তু এই ঝগড়ার মধ্যে তালাকের কোন আলোচনা হয়নি। যখন আমি তাকে বলছি তাকে আমার বিরক্ত লাগে, তখন সে আমাকে উপরের কথাটা বলছে।