আসসালামুলাইকুম শায়খ।
আমি একটা ছেলেকে টিউশনি পড়াই।যেদিন প্রথম অভিভাবকের সাথে দেখা করি,তিনি আমাকে জিঙ্গাসা করেন 'আমি কই থাকি' এর উত্তরে আমি মনে লি যে 'বেশি দুরে না বা এখান থেকে কাছে '।কিন্তু আমি যেখানে থাকি সেখান থেকে দুরত্ব প্রায় (1.1-1.3)কিমি।
এখন,আমার কাছে শুধু মনে হয় আমার টিউশনির ইনকাম হারাম।কারন আমি মিথ্যা বলসি।কিন্তু আমি যখন এই কথা বলি,তখন আমার মিথ্যা বলা উদ্দেশ্য ছিল না।কিন্ত পরে আমার এই বিষয়টি নিয়ে ভাবনা হয়।
1)এখন আমার এই বলাটা কী মিথ্যা হবে?যেহেতু আমি ইচ্ছাকৃতাবে মিথ্যা বলি নাই.
2)আমার টিউশনির ইনকাম কী হালাল হবে?