বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
কাউকে কিছু হাদিয়া দিলে সে সেই জিনিষের পূর্ণ মালিক হয়ে যায়। আর কোনো জিনিষকে তার মালিকের অন্তরের সম্মতি ব্যতিত অন্য কেউ নিতে পারবে না।জায়েয হবে না।
https://www.ifatwa.info/1382 নং ফাতাওয়ায় আমরা বলেছি যে,
হযরত আয়েশা রাযি থেকে বর্ণিত রয়েছে
ﻭﻋﻦ ﻋﺎﺋﺸﺔ ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻬﺎ ﻗﺎﻟﺖ : « ﻛﺎﻥ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻳَﻘﺒﻞُ ﺍﻟﻬﺪﻳﺔ ﻭﻳُﺜﻴﺐُ ﻋﻠﻴﻬﺎ »
তিনি বলেন,রাসূলুল্লাহ সাঃ হাদিয়া গ্রহণ করতেন।এবং তার বিনিময়/প্রতিদান ও দিতেন।(সহীহ বুখারী-২৪৪৫)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
যেহেতু কেউ কাউকে কিছু দেয়ার পর ঐ ব্যক্তি সে জিনিষকে গ্রহণ করে নিলে, গ্রহণকারী ব্যক্তি ঐ জিনিষের মালিক হয়ে যায়, পরবর্তীতে সে যেকোনো কাজে ঐ জিনিষকে ব্যবহার করতে পারে।সুতরাং মেয়ে টাকা দিলে, সেই টাকা দ্বারা বাবা যেকোনো কাজ করতে পারবে। কুরবানিতেও লাগাতে পারবে।
সুতরাং মেয়ের ১০,০০০ টাকা বাবা কুরবানিতে লাগাতে পারবে।এতে কোনো সমস্যা হবে না।
(২)
নাবালক সন্তানদের উপর কুরবানি ওয়াজিব হবে না।
(আহসানুল ফাতাওয়া-৭/৪৯৭)
মৃত ব্যক্তি ওসিয়স না করে গেলে, তার পক্ষ্য থেকে কুরবানি করা ওয়াজিব হবে না। তবে কেউ মৃত ব্যক্তির পক্ষ্য থেকে কুরবানি করে নিলে, সেটা নফল হিসেবে আদায় হয়ে যাবে।