আসসালামুআলাইকুম।
1.
https://ifatwa.info/46146/ অনুযায়ী আমি তাদের জিজ্ঞেস করেছি। তারা বলেছে দোকান থেকেই মুরগি জবাই করে নিয়ে আসা হয়। এমতাবস্থায় কি খাবার খেতে পারবো? সাধারণত তো মুসলিম দোকান থেকেই মুরগি ইত্যাদি কিনা হয় বলেই জানি।
2. উস্তাদ, পূর্বের এক ফাতওয়া এ মেয়েদের হোস্টেল এ কমোড ব্যাবহার এর ক্ষেত্রে আপনারা বলেছিলেন যে ব্যাবহার এর আগে স্প্রে দিয়ে একবার ধুয়ে নেয়া জরুরি। এক্ষেত্রে আমার প্রচুর ওয়াসওয়াসা এর সমস্যা আছে, আর বাথরুম গুলো খুব ই ছোট। এখন আমি বসার জায়গা টা যখন ধুয়ে নেই। তখন ঐ পানি নিচে পড়ে। কোনো নাপাকী তো দেখতে পাইনা বলেই মনে হয়, ক্লিয়ার পানি, শুধু কাদা আর চুল এসো থাকে। কাজ শেষ করে ওই ছোট জায়গায় আবার বাথরুম এর জুতা মাড়িয়ে এই আসতে হয়। আমি যথাসম্ভব চেষ্টা করি যেখানে যেখানে ওই কমোড সিট ধোয়া পানি পড়েছে তাতে পা না রাখতে কিন্তু সব যেহেতু ক্লিয়ার, কোথায় ওই পানি পড়েছে কোথায় পড়েনি আমি বুঝতে পারিনা। আমি কি আমার স্যান্ডেল এর তোলা নাপাক ধরবো? না পাক ধরবো?
নাপাক ধরলে আমার পক্ষে ওই মুহূর্তে বাথরুম থেকে বের হয়ে আবার জুতা পা সহ ধুয়ে নেয়া সম্ভব না। বা ওই টয়লেট এর ভিতরেও স্প্রে দিয়ে ধোয়া সম্ভব না যদি মেঝে সহ পা ধুতে যায়, এতে ছিটে পানি আসবে আর আমার গায়ে কাপড়ে লেগে যাবে। আমি কোনমতেই ওয়াসওয়াসা থেকে বের হতে পারবো না। কমোড সিট ধুয়ে বাথরুম সার তেই আমার 15 মিনিট বা মাঝে মাঝে আধা ঘন্টাও লেগে যায়। আমি কি করবো?
জুতা কে কি পাক ধরে নিবো? দয়া করে জানাবেন। আমার জন্য কষ্টকর হয়ে যাচ্ছে খুব ই..