বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
فَاسْتَفْتِهِمْ أَهُمْ أَشَدُّ خَلْقًا أَم مَّنْ خَلَقْنَا ۚ إِنَّا خَلَقْنَاهُم مِّن طِينٍ لَّازِبٍ
আপনি তাদেরকে জিজ্ঞেস করুন, তাদেরকে সৃষ্টি করা কঠিনতর, না আমি অন্য যা সৃষ্টি করেছি? আমিই তাদেরকে সৃষ্টি করেছি এঁটেল মাটি থেকে।
بَلْ عَجِبْتَ وَيَسْخَرُونَ
বরং আপনি বিস্ময় বোধ করেন আর তারা বিদ্রুপ করে।
وَإِذَا ذُكِّرُوا لَا يَذْكُرُونَ
যখন তাদেরকে বোঝানো হয়, তখন তারা বোঝে না।
وَإِذَا رَأَوْا آيَةً يَسْتَسْخِرُونَ
তারা যখন কোন নিদর্শন দেখে তখন বিদ্রূপ করে।
وَقَالُوا إِنْ هَـٰذَا إِلَّا سِحْرٌ مُّبِينٌ
এবং বলে, কিছুই নয়, এযে স্পষ্ট যাদু।(সূরা সাফফাত-১১-১৫)
সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
عَجِبْتَ ও عَجِبْتُ
উভয়ভাবে কেরাত রয়েছে।
ইমাম হামযা ও ইমাম কেসায়ী রাহ عَجِبْتُ পড়ে থাকেন।এটা ইবনে আব্বাস রাযি এবং ইবনে মাসউদ রাযি এর কেরাত। আল্লাহর পক্ষ্য থেকে আশ্চর্য্যবোধের অর্থ হল, বিষয়টি বেশ ঘৃণিত ও নিন্দনীয়।
উভয় কেরাত অনুযায়ী বৈপরীত্য হলেও উদ্দেশ্য একই।তথা বিষয়টা ঘৃণিত।