ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
জেনে বুঝে যদি কেউ কাউকে আল্লাহকে খুশি করা ছাড়া অন্য কোন কারনে সাহায্য করে বা অন্যকে খুশি করার জন্য সাহায্য করে তাহলে এক্ষেত্রে যদিও শিরক হবে না। তবে উনার উচিৎ ছিল যে, তিনি এক্ষেত্রে আল্লাহকে রাজী খুশী করার নিয়ত করবেন।
(২)
কেউ যদি জেনে বুঝে আল্লাহকে খুশি করা ছাড়া অন্য কোন কারনে বা অন্য কাউকে দেখানোর জন্য বা অন্য কাউকে খুশি করার জন্য মেসওয়াক করে তাহলে এতেও শিরক হবে না, ইমান নষ্ট হবে না।যদিও উনার উচিৎ ছিল,তিনি আল্লাহকে রাজী খুশী করার নিয়ত করবেন।কেননা এদ্বারাই উনি সওয়াব পাবেন।
(৩)
আমার কাকার একটি মোটরসাইকেল আছে, সে সেটা যৌতুক নিয়েছে সেই মোটরসাইকেল আপনার চালানো জায়েয হবে না। কেননা এটা কনে পক্ষ্য অন্তরের খুশীতে দান করেনি।
https://www.ifatwa.info/8668 নং ফাতাওয়ায় বলেছি যে,
অন্যর মাল তার অন্তরের সন্তুষ্টি ব্যতীত কারো জন্য হালাল হয় না।বিদায় এসব পরিত্যাজ্য।
কেননা আল্লাহ তা'আলা বলেনঃ
ﻳَﺎ ﺃَﻳُّﻬَﺎ ﺍﻟَّﺬِﻳﻦَ ﺁﻣَﻨُﻮﺍْ ﻻَ ﺗَﺄْﻛُﻠُﻮﺍْ ﺃَﻣْﻮَﺍﻟَﻜُﻢْ ﺑَﻴْﻨَﻜُﻢْ ﺑِﺎﻟْﺒَﺎﻃِﻞِ ﺇِﻻَّ ﺃَﻥ ﺗَﻜُﻮﻥَ ﺗِﺠَﺎﺭَﺓً ﻋَﻦ ﺗَﺮَﺍﺽٍ ﻣِّﻨﻜُﻢْ ﻭَﻻَ ﺗَﻘْﺘُﻠُﻮﺍْ ﺃَﻧﻔُﺴَﻜُﻢْ ﺇِﻥَّ ﺍﻟﻠّﻪَ ﻛَﺎﻥَ ﺑِﻜُﻢْ ﺭَﺣِﻴﻤًﺎ
তরজমাঃ-হে ঈমানদারগণ! তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। কেবলমাত্র তোমাদের পরস্পরের সম্মতিক্রমে যে ব্যবসা করা হয় তা বৈধ। আর তোমরা নিজেদের কাউকে হত্যা করো না। নিঃসন্দেহে আল্লাহ তা’আলা তোমাদের প্রতি দয়ালু।(সূরা নিসা-২৯)
এবং হযরত ইবনে আব্বাস রাঃ থেকে বর্ণিত,
عن ابن عباس قال;قال رسول اللّٰه صلى اللّٰه عليه و سلم
" ﻻ ﻳﺤﻞ ﻣﺎﻝ ﺍﻣﺮﺉ ﻣﺴﻠﻢ ﺇﻻ ﺑﻄﻴﺐ ﻧﻔﺲ ﻣﻨﻪ "
নবী কারীম সাঃ বলেনঃ"কোন মুসলমানের জন্য অন্য কোনো মুসলমানের মাল তার অন্তরের সন্তুষ্টি ব্যতীত হালাল হবে না।(তালখিসুল হাবীর-১২৪৯)
আরো জানুন-https://www.ifatwa.info/3747
(৪)
কাকার জন্য ও উক্ত সাইকেল চালানো জায়েয হবে না।
কেননা এটা কনে পক্ষ্য অন্তরের খুশীতে দান করেনি।
(৫)
যেহেতু এটা সরকারি নিয়ম।তাই সরকারি নিয়মকে ফলো করা অত্যান্ত জরুরী।
(৬)
সরকারি নিয়ম কি সেটা প্রথমে দেখবেন। যদি সরকারি নিয়ম অনুযায়ী গ্রামের রাস্তায়ও চালানোর অনুমতি না থাকে, তাহলে এক্ষেত্রেও আপনি বা আপনার কাকা সাইকেল চালাতে পারবেন না।
(৭)
উক্ত মেয়ের বাবা,ভাই,চাচা,চাচাতো ভাই,বা তাদের সন্তান, ধারাবাহিক ভাবে একের অনুপস্থিতিতে অন্যজন বিবাহের অভিভাবক থাকবে।