আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহ সন্মানিত শায়খ।
আমি অনলাইনে বা পাবলিক প্ল্যাটফর্মে মেয়েদের দ্বীন প্রচারের বিধান নিয়ে পরিষ্কারভাবে জানতে চাই, ইনশাআল্লহ৷ এই স্যোশাল মিডিয়ার মতো পাবলিক প্ল্যাটফর্মে একজন মেয়ের দ্বীনের দাওয়াহ প্রদান করা যেখানে অজস্র গায়রে মাহরামদের উপস্থিতি সরব... এটা কতটুকু জায়েজ?? যখন গায়রে মাহরামরা উক্ত বোনদের পাবলিকলি লেখাটি পড়েন, সেখানে কমেন্ট করেন, নিজেদের ওয়ালে উক্ত বোনের নামসহ, কার্টেসী সহ শেয়ার করেন... কখনো তর্কে লিপ্ত হন... কখনো উক্ত বোনদের নিয়ে ফ্যান্টান্সি তে ভুগেন যে কেনো তার নিজের আহলিয়া "এমন বিচক্ষণ" নয়...?! - এখানে গায়রত বোধের, বা পর্দার প্রশ্ন কতটুকু আসে?? শরীয়ত এই বিষয়ে কতটুকু অনুমতি দেয়??
অনেক ফলোয়ার বেইজ আছে এমন বোনদের দেখেছি পাবলিক পোস্টে গায়রে মাহরামদের দাওয়াহ দিতে কমেন্ট করেন যেনো তারা তাদের স্ত্রীদের বিষয়ে গায়রত রাখেন... এই যে গায়রে মাহরামের সাথে দাওয়াহ এর নিয়তে যোগাযোগ... এখানে শরীয়তের অনুমতি কতটুকু / অথবা এটা কতটুকু জায়েজ?? বা এখানে ফিতনা কতটুকু... অথবা এখানে একজন মেয়ের পর্দা-ই বা কতটুকু রক্ষা হয়।
[যেহেতু, আমি নিজের ক্ষেত্রে পর্দা বলতে শুধু শরীরের পর্দাকেই যথেষ্ট মনে করি না; আমার কন্ঠ, আমার লেখা, আমার আইডির নাম, আমার পাবলিক এক্টিভিটি সবকিছুই আমার পর্দাকে লঙ্ঘণ করতে পারে বলে মনে করি! আমার স্বামীর কাছ থেকে শুনেছি মেয়েদের নামের আইডি দেখলেও পুরুষের মনে ফিতনা জাগে... বা জাগতে পারে...!! এজন্যই এই বিষয়ে আমি পূর্ণ ধারণা পেতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করি! আল্লহুমাগফিরলী! ]