আসসালামু আলাইকুম।
কয়েক দিন আগে কমোড এ ইস্তিঞ্জা এর সময় পানি ছিটে নিচে পড়ে, বেশ কিছুদিন আগে হওয়ায় ঠিক মনে নেই সরাসরি নাপাকী ধোয়ার পানি ছিল নাকি তার আশেপাশে ধোয়ার পানি ছিল। নাপাকীর চিহ্ন দেখতে পায়নি স্বচ্ছ পানি ছিল এটা নিশ্চিত।
তারপর জুতা পড়ে ওই পানির উপর পা দিয়ে এসেছি যতদূর মনে পড়ে, মোটামুটি নিশ্চিত যে ওই পানি তে জুতা লেগেছে।
তারপর রুম এ ঢোকার সময় যে পাপোশ এ পা মুছি, ওই পাপোশ কি এখন নাপাক? নাপাকীর চিহ্ন নেই। ওই পাপোশ এ পরবর্তী তে অন্য ভেজা জুতা মুছলে ওই জুতাও নাপাক হয়ে যাবে? দয়া করে জানাবেন। সন্দেহে আছি।