আসসালামু আলাইকুম। আমার ছোটবোন পড়াশুনার জন্যে ফিনল্যান্ড যাচ্ছে। তার ভিসা আনতে জুনের শেষের দিকে দিল্লী যাওয়া প্রয়োজন। তার সাথে আমাকেও যেতে হবে। কারণ মাহরাম পুরুষ বলতে আমার বাবা যিনি এবার হজ্বে যাবেন ইনশাআল্লাহ। বাবার বয়স ৬৪ চলছে, এবার হজ্বে না গেলে হয়তো তার আর কখনোই হজ্বে যাওয়া হবে না। আমার স্বামীকে সাথে নেয়ার জোর চেষ্টা করছি কিন্তু উনার পাসপোর্টের কাজ আটকে আছে। দিল্লী যাওয়ার আগে সেটা হাতে পাওয়া যাবে কি না সেটাও বোঝা যাচ্ছে না। এমতাবস্থায়, ছোটবোনকে একাকি দিল্লীর মতো একটা জায়গায় পাঠানোর সাহস করতে পারছি না আবার মাহরাম ছাড়া সাথে তার সাথে আমার যাওয়া ঠিক হবে কি না তাও বুঝতে পারছি না। একান্তই যদি আমার স্বামীর পাসপোর্ট না হয় তা হলে কি ছোটবোনের সাথে আমার যাওয়া ঠিক হবে?