আসসামুআলাইকুম ওরাহমাতুল্লা।
কোন ছেলে মেয়ে বিয়ে করেছে কিন্তুু মেয়ের বাবা মা মেনে নেই নি।তহ স্বামী দেখা করতে আসলেও না জানে মত দেখা করতে হয়।বাসায় জবাব দিহি করতে হয় স্ত্রীকে।তহ স্বামীকে বলতেছে আবার দেখা করার জন্য।স্বামী বলতেছে যখন সব ঠিক হবে সব তখন যাব.।স্ত্রী বলতেছে ভাল লাগতেছে না।স্বামী বলতেছে" ভাল কেন লাগবে না,কত মিথ্যা বলতে হয় দেখা করতে গেলে কত জবাব দিহিতা করতে হয়। এসব কিছু থেকে মুক্ত না এখন?"তারপর স্ত্রী বলতেছে ওহ। তারপরপর আবার বলতেছে স্বামী সবকিছু স্বাভাবিক হওয়া পর্যন্ত অপেক্ষা করা ছাড়া কোন উপায়,নাই আমার। স্বামীর এসব কথা দ্বারা কি তালাক হবে? মনে হয় তালাকের নিয়ত ছিল না।তালাকের কোন কথা হয় নাই।