আসসালামু আলাইকুম
১.নাপাক কাপড় পুরোপুরি ধুয়ে পবিত্র করার পর ওই হাত না ধুয়ে আবার ওই পবিত্র কাপড়গুলো স্পর্শ করা হয় তাহলে কি সেই কাপড়গুলো নাপাক হয়ে যাবে?
২.হাতে যদি নাপাকী লাগে তখন তা তিনবার ধুয়ে নিলেই চলবে।এমনভাবে, কি ধুতেএ হবে যে পানি গড়িয়ে পড়ে?নাকি এমনই ধুলেই হবে?
৩.স্কুলের কোনো গাইড যা প্রকাশনীর লোকেরা দিয়ে থাকে, তা শিক্ষকেরা বাড়িতে নিয়ে আনলে কি কোনো সমস্যা হবে,যদি সেইখানে এইরকম গাইড আনা নিয়ে তেমন কোনো নিষেধাজ্ঞা না থাকে?আবার,অনুমতিও না নেয়?
৪.নাপাক কাপড় ধোয়ার পর যেই পানি গায়ে লেগে থাকে পরবর্তীতে ওই পানি নিয়েই গোসল করলে কোনো সমস্যা হবে
৫.আর, এইরকম গোসল করার ক্ষেত্রে কতটুকু পানি ব্যাবহার কতলেই যথেষ্ট? আমার অনেক অনেক পানি লাগে,আর অনেক অনেক সময়।