আসসালামু 'আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
আমি মাগ্রিব সালাতের দ্বিতীয় রাকাতে ভুল করে সুরা ফাতিহা কিছু আয়াত পড়ে রুকুতে যাই।পরে সাথে সাথে মনে হলেও বুঝছিলাম্না কি করব,এদিকে আমি ভাবছি আর রুকুর তাসবীহ পড়ছি।সালাত ছেড়ে দিয়ে আবার ধরব না আবার দাঁড়িয়ে সুরা ফাতিহা পড়ব,এরপর উঠে যাই,ছিনা না ঘুরিয়ে মাথা দিয়ে আশেপাশে দেখি ভাবি সালাত ছেড়ে দিই বা দিচ্ছি তখন আবার কি মনে করে রাফুল ইয়াদাইনের মত করে তাকবীর দিয়ে সুরা ফাতিহা পড়ি(অর্থাৎ সালাত নতুন করি পড়িনি,অই রাকাত টা দাঁড়িয়ে সুরা ফাতিহা থেকে আবার শুরউ করি করি)।সবশেষে সাহু সিজদা দিই।এতে কিনামাজ হবে?