বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আপনি ডাক্তারের শরণাপন্ন হন।হয়তো আপনার হাটে কোনো প্রবলেম রয়েছে।
আমরা আপনাকে পরামর্শ দেবো, নিম্নোক্ত দু'আ টি পরীক্ষার পূর্ব মূহুর্তে পড়বেন-
قَالَ رَبِّ اشْرَحْ لِي صَدْرِي
মূসা বললেনঃ হে আমার পালনকর্তা আমার বক্ষ প্রশস্ত করে দিন।
وَيَسِّرْ لِي أَمْرِي
এবং আমার কাজ সহজ করে দিন।
وَاحْلُلْ عُقْدَةً مِّن لِّسَانِي
এবং আমার জিহবা থেকে জড়তা দূর করে দিন।
يَفْقَهُوا قَوْلِي
যাতে তারা আমার কথা বুঝতে পারে।(সূরা ত্বাহা-২৫-২৮)
এবং এই দু'আটিও পড়বেন-
قَالُوا سُبْحَانَكَ لَا عِلْمَ لَنَا إِلَّا مَا عَلَّمْتَنَا ۖ إِنَّكَ أَنتَ الْعَلِيمُ الْحَكِيمُ
তারা বলল, তুমি পবিত্র! আমরা কোন কিছুই জানি না, তবে তুমি যা আমাদিগকে শিখিয়েছ (সেগুলো ব্যতীত) নিশ্চয় তুমিই প্রকৃত জ্ঞানসম্পন্ন, হেকমতওয়ালা।(সূরা বাকারা-৩২)