আসসালামু আলাইকুম, শায়েখ
একজন ছেলে মাসে ৭/৮ হাজার টাকা ইনকান করতো (২০২১ এর ফেব্রুয়ারী), তখন মেয়ের ওলী ছাড়াই লুকিয়ে সে আরেকটি মেয়েকে বিয়ে করে সেও ৩ হাজারের মতো ইনকাম করতো।তারা বিয়ে করার সময় যে মোহর নির্ধারন করা ছিলো তার থেকে বেশি টাকাও ছেলের ছিলো। তারা সিদ্ধান্ত নিয়েছিলো বিয়ের পর তারা নিজেদের বাসায় থাকবে, যার ফলে মেয়ে কাবিনের টাকাও নিতে নি। তাদের কুফুর ক্ষেত্রে যে ৫/৬ টি বিষয় দেখা লাগে সেগুলোর ক্ষেত্রে, মেয়ে- ছেলের বরাবর বা কিছু ক্ষেত্রে ছেলের বেশি। ধন সম্পের ক্ষেত্রে কুফু বলতে এটাই জানি যে কাবিন/খাওয়ানোর সামর্থ থাকলেই হয়। এক্ষেত্রে সেই টাকায় দুজনে চাইলে কষ্ট করে চলতেও পারতো।
১.তাদের কি কুফু রক্ষা হয়েছে?
২. কি বিবাহ শুদ্ধ হয়ে গেছে? সংসার করতে পারবে?
দয়া করে জানাবেন