বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
পূর্বে অনেক ফাতাওয়াতে আমরা উল্লেখ করেছি যে,মাতাপিতার সম্মতি ব্যতীত কখনো কোনো মুসলমান যুবক যুবতীর জন্য কোর্ট মেরেজ করা সমীচীন হবে না,মঙ্গলজনক হবে না।মাতাপিতাকে না জানিয়ে বালিগ ছেলে মেয়ের বিবাহ নিয়ে উলামাদের মধ্যে মতবিরোধ রয়েছে।উনেক উলামায়ে কেরাম অভিভাবকহীন বিয়েকে বাতিল বলে মনে করেন।হানাফি মাযহাব মতে কু'ফু হিসেবে ছেলেটি মেয়ের সমকক্ষ বা বেশী মর্যাদার অধীকারী হলেই কেবল বিয়ে শুদ্ধ হয়ে যাবে।নতুবা মেয়ের অভিভাবকের অনুমতির উপর বিয়ে মওকুফ থাকবে।জানুন-https://www.ifatwa.info/994, কুফু সম্পর্কে জানতে https://www.ifatwa.info/780চার মাযহাবের অবস্থান দলীল সহ বিস্তারিত জানুন- https://www.ifatwa.info/1524
https://www.ifatwa.info/31774 নং ফাতাওয়ায় বলেছি যে,
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যদি ছেলের কু'ফু মেয়ের সমপর্যায়ের হয় বা উচ্ছমানের হয়, তাহলে বিয়ে শুদ্ধ হয়ে যাবে। প্রথমবারই বিয়ে হয়ে গেছে।দ্বিতীয়বার বিয়ে করার কোনো প্রয়োজনীয়তা নাই। তবে কেউ করে নিলে সেই দ্বিতীয় বিয়ে গ্রহণযোগ্য হবে না।(শেষ)
যদি কেউ লুকিয়ে বিয়ে করে নেয়, এবং পরবর্তীতে পারিবারিকভাবে বিয়ে করে, তাহলে এই দ্বিতীয় বিয়ে গ্রহণযোগ্য হবে না।এবং এই দ্বিতীয় বিয়ের জন্য প্রথম বিয়েতে কোনো সমস্যা হবে না।