আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
212 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (6 points)
শীগ্রই জানালে উপকৃত হবো। ২২ তারিখেই আবেদন।
বিধানসহ বিকল্প সমাধান বাতলে দিলে উপকৃত হবো।
মহিলা ভার্সিটিতে জুলোজিতে ভর্তি হতে চাচ্ছি যেহেতু
জেনারেল পড়াশুনা পারিবারিক কারনে করতে হবে। আমি ইনশাআল্লাহ পড়াশোনা কনটিনিউ করতে চাই না। তাই আপাদত ভর্তি হতে জুলোজি নিতে চাচ্ছি। কিন্তু এক্ষেত্রে অনেক সময় প্রানীর অবয়ব আকতে হতে পারে। বিশেষ করে প্রেকটিকেল এ। সেক্ষেত্রে কি এটা জায়েজ হবে? অন্য সাবজেক্ট পড়ার সুযোগ থাকলে কি পড়া যাবে এই সাবজেক্ট এ?  ঠিক কতটুকু নির্দেশনা আছে শরীয়তে এই ব্যাপারে! আমাকে অনুগ্রহ করে জানাবেন। আল্লাহ যেনো এর থেকেও উওম কিছু ফয়সালা করেন।

জাযাকুমুল্লাহ
by (6 points)
আসসালামুআলাইকুম। আফওয়ান 

1 Answer

0 votes
by (583,020 points)
জবাব
بسم الله الرحمن الرحيم 


ইসলামে যেকোনো প্রানীর ছবি অঙ্কন,তা সংরক্ষন সবই নাজায়েজ।   

হযরত আব্দুল্লাহ ইবনে উমর(রা.)থেকে বর্ণিত,তিনি বলেন,
عَنْ نَافِعٍ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَخْبَرَهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " إِنَّ الَّذِينَيَصْنَعُونَ هَذِهِ الصُّوَرَ يُعَذَّبُونَ يَوْمَ القِيَامَةِ، يُقَالُ لَهُمْ: أَحْيُوا مَا خَلَقْتُمْ "
রাসূলুল্লাহ ﷺ ইরশাদ করেছেন,যারা ফটো বানায়, কিয়ামতের দিন তাদের শাস্তি দেয়া হবে এবং তাদের উদ্দেশ্যে বলা হবে,যা তোমরা বানিয়েছ তাতে জীবন দাও।[সহীহ বুখারী-৫৯৫১]

হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা.)থেকে বর্ণিত,তিনি বলেন,
عن عَبْدَ اللَّهِ، قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّ أَشَدَّ النَّاسِ عَذَابًا عِنْدَ اللَّهِ يَوْمَ القِيَامَةِ المُصَوِّرُونَ»
রাসূলুল্লাহ ﷺ ইরশাদ করেছেন,যারা ফটো বানাবে,কিয়ামতের দিন তাদের কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে।[সহীহ বুখারী-৫৯৫০]

আরো জানুনঃ  

★★তবে প্রাক্টিকেল খাতায় ছবি অঙ্কন যদি বাধ্যতামূলক হয়,এবং এ অঙ্কন ছাড়া আর অন্য কোনো রাস্তা খোলা না থাকে,তাহলে ইস্তেগফারের সাথে এ অঙ্কনের রুখসত রয়েছে।

এ সংক্রান্ত আরো জানুনঃ 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...