আসসামুআলাইকুম ওরাহমাতুল্লা।
ঈলা চলা কালীন সময়ে স্বামী নিয়ত ছাড়াও মানে তালাকের নিয়ত ছাড়া কেনায়া শব্দ বললে কি তালাক হয়ে যায়?জানার জন্য প্রশ্নটা করলাম।মানে স্ত্রী বাবার বাড়িতে থাকে।এখনো নামিয়ে নেই নি।শপথ করলেও ওদের মধ্যে সম্পপর্ক ভাল।মাঝে মধ্যে মনমালিন্যে হয়,আর কি।তহ ঈলা চলাকালীন সময়ে তালাকের নিয়ত ছাড়া কেনায়া শব্দ বললে কি তালাক হয়?বলতে গেলে তখন তারা ঈলা কি সেটাই জানত না।পরে জানতে পারছে।কিন্তুু স্বামীর ছেড়ে দেওয়ার মন ছিল না। এমনিতে অভিমান করে শপথ করলেও পরে কয়েকমিনিট পর আবার ভালভাবে কথা হত ফোনে।যখন সময় পায় চলে আসে স্বামী।আর কেনায়া তালাক নিয়েও জানত না, জানার পর স্বামী বলেছে যে স্বামী তালাকের নিয়তে কোনদিন কিছু বলে নি।মানে মেসেজে কথা হয় তহ স্ত্রী তালাক চায়লেও স্বামী দেয়,নি।আর পর পর কেনায়া বাক্য বলেছে কিনাও মনে নেই কারো।তহ আপনি বলেছিলেন মেসেজে তালাক চাওয়ার পর পর কেনায়া শব্দ না বলে আরো কিছু কথা হওয়ার পর তালাকের নিয়ত ছাড়া কেনায়া বাক্য বললেও তালাক হয় না
আমার প্রশ্ন ঈলা চলাকালীন সময়ে এভাবে মেসেজে পর পর না বলে কিছু সময় পর মানে কিছু সময় আরো ঝগড়া বা আরো কথা হওয়ার পর তালাকের নিয়ত ছাড়া কেনায়া শব্দ বললে কি তালাক হবে?