বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ-
শিহাব নামের অর্থ:আগুনের উল্কাপিণ্ড,গরম ইত্যাদি
হযরত আয়েশা রাযি থেকে বর্ণিত,তিনি বলেন,
عن عائشة رضي الله عنها قالت: ذُكر عند رسول الله صلى الله عليه وسلم رجل يقال له: شهاب، فقال رسول الله صلى الله عليه وسلم: "بل أنت هشام".
(الأدب المفردبالتعليقات ،سمير ابن آمين الزهيري،طبع بمكتبة المعارف،رياض)
রাসূলুল্লাহ সাঃ এর নিকট একবার এক ব্যক্তির আলোচনা উঠলো,যাকে শিহাব নামে ডাকা হতো,রাসূলুল্লাহ সাঃ শুনে বললেন, না বরং তুমি হেশাম।(আল-আদাবুল-মুফরাদ,ইমাম বোখারী-পৃষ্টা:৪৪৪,হাদীস নংঃ৮২৫,)
বিস্তারিত জানুনঃ
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
শিহাব নাম রাখা ঠিক নয়।
তবে আপনার নাম যেহেতু এ নামে রাখা হয়ে গেছে,সেটি প্রসিদ্ধও হয়ে গেছে, উক্ত নাম পরিবর্তন করা ওয়াজিব হবেনা। তবে তাহা পরিবর্তন করা মুস্তাহাব হবে।
বিস্তারিত জানতে উপরের লিংক ক্লিক করুন।