আসসালামু আলাইকুম
হানাফি মাযহাব অনুযায়ী বিয়ে করছি।
বিয়ের সময় মোহর নির্ধারন করে দুইজন ছেলে সাক্ষীর সামনে মেয়েকে বলেছি, এতো মোহরের বিনিময়ে অমুক অমুককে সাক্ষী রেখে আমি তোমাকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে ইচ্ছুক, তুমি কি রাজি?
মেয়ে বলেছিল, কবুল।
আমাদের বিয়ে কি হয়েছে?
একটা পোস্টে দেখলাম। উচ্চারিত শব্দগুলো অতীত কাল হিসেবে উচ্চারণ না করলে বিয়েই হবেনা। যেমন আমি তোনাকে বিবাহ করলাম। মেনে নিলাম। বাট উপরে লেখা আমাদের বলা লাইনগুলো ভালোভাবে দেখে প্লিজ বলুন আমাদের বিয়ে হয়ে গেছে কিনা। প্লিজ