আসসালামুয়ালাইকুম, শায়খ একটা মাসাইল জানার ছিলো বিবাহ সম্পর্কে আমার এক পরিচিতা একটা হারাম সম্পর্কে জড়ায়, ৩বছর পড়ে তারা কাজি অফিসে গিয়ে বিয়ে করে পিতা মাতা ছাড়া। কাজি কে কিছু টাকা না দিতে পারায় এবং মেয়ের আইনানুযায়ী ১৮বছর হয়নি(স্বাভাবিক ভাবে ১৮+হয়েছিল) তাই কাজি মেইন খাতায় ডকুমেন্ট করছিলো না।কিন্তু এমনিতে কবুল বলে বিয়ে পড়িয়ে দিয়েছিলো। বলেছিলো টাকা দেওয়ার পর অফিশিয়ালি ডকুমেন্ট করে দিবে(সাক্ষী ছিলো মেয়ের চাচী+২জন বান্ধবী মেয়ের সমবয়সী) তারপর মেয়ে ১-১.৫বছর পর হেদায়েত প্রাপ্ত হয়।আর অভিভাবক ছাড়া বিয়ে বাতিল জেনে তওবা করে, এই সম্পর্ক থেকে ফিরে আসে।আর দ্বীনদার সঙ্গীর জন্য অপেক্ষা করতেছে। এখন হানাফি মাযহাবের এক বোনের লিখা পড়ে মেয়েটা দ্বিধায় পড়ে গেছে,তাদের বিয়ে টা হয়েছিলো কিনা??বিয়ে হয়ে থাকলে অন্য কোথাও বিয়ে হলে, পরের বিয়ে টা জায়েজ হবে না। মেয়েটা অনেক সমস্যায় পড়ে গেছে,পরিবারের কাউকে বলতে পারবে না।এখন জানাবেন দয়া করে,বোনটার কি বিয়ে সহিহ হয়েছিল এবং এখন তার করণীয় কি???<!--/data/user/0/com.samsung.android.app.notes/files/clipdata/clipdata_bodytext_220513_082700_455.sdocx-->