ওয়া আলাইকুম আসসালাম।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
হযরত ইবনে আব্বাস রাযি থেকে বর্ণিত
عن ابن عباس ، - رضي الله عنهما - قال : قال رسول الله - صلى الله عليه وآله وسلم - : " أحبوا العرب لثلاث : لأني عربي والقرآن عربي وكلام أهل الجنة عربي "
রাসূলুল্লাহ সাঃ বলেন,তোমরা আরবী ভাষাকে তিনটি কারণে ভালবাসো।(১)কেননা আমি আরবী ভাষী(২)কুরআনের ভাষাও আরবী(৩)এবং জান্নাতিদের ভাষাও আরবী।(মুস্তাদরাকে হাকীম-৭০৮১)
ইমাম শা'ফেয়ী রাহ থেকে বর্ণিত রয়েছে,
প্রত্যেক মুসলমানের উপর আরবী ভাষা শিক্ষা করা ওয়াজিব।যাতে করে কুরআন বুঝা সহ যাবতীয় ইবাদত সহজভাবে করা যায়।
সু-প্রিয় পাঠকবর্গ ও প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আরবী ভাষা প্রত্যেক মুসলমানের জন্য জরুরী।শুধুমাত্র আলেম হলেই যে,আরবী শিখতে হবে,বিষয়টা এমন নয়।বরং প্রত্যেক মুসলমান আরবী ভাষাকে শিখবে।সুতরাং আপনি কারো নিন্দা বা সমালোচনার তোয়াক্কা না করে আরবী ভাষা শিখার জন্য চেষ্টা চালিয়ে যান।আল্লাহ আপনার সহায় হোক।আমীন।