উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
শরীয়তের বিধান হলো শরীরের এমন অংশ যাহার ভিতর রক্ত চলাচল করেনা, সেটা পাক।
যেমন হাড্ডি,চুল।
সুতরাং কর্তিত চুল পাক।
(আপকে মাসায়েল আওর উনকা হল ২/১১৩)
,
শরীয়তের বিধান হলো এমন প্রাণীর মৃত দেহ যে সব প্রাণীর রক্ত প্রবহমান নয় যেমন: মাছি, মৌমাছি, পিঁপড়ে ও ছারপোকা ইত্যাদি,সেই প্রানীর মৃতদেহ পাক।
মহানাবী (ﷺ) বলেন:
«إِذَا وَقَعَ الذُّبَابُ فِي إِنَاءِ أَحَدِكُمْ فَلْيَغْمِسْهُ كُلَّهُ، ثُمَّ لِيَطْرَحْهُ، فَإِنَّ فِي أَحَدِ جَنَاحَيْهِ شِفَاءً، وَفِي الآخَرِ دَاءً»
যখন তোমাদের কারও কোন খাবার পাত্রে মাছি পড়ে, তখন তাকে সম্পূর্ণভাবে ডুবিয়ে দিবে, তারপর ফেলে দিবে । কারণ,তার এক ডানায় থাকে রোগ মুক্তি , আর অন্য ডানায় থাকে রোগ জীবানু ।
বুখারী (৫৭৮২),
মৃত প্রাণীর হাড়, শিং, নখ, চুল, পালক এই জাতীয় সব কিছুই মূলতঃ পাক। ইমাম বুখারী (রাহিমাহুল্লাহ) তার সহীহ গ্রন্থে (১/৩৪২) মু’আল্লাক সূত্রে বর্ণনা করেন, যুহরী হাতী বা এরূপ প্রাণীর হাড্ডির ব্যাপারে বলেছেন: প্রাচীন আলিমদের অনেককে দেখেছি এর চিরুনী দ্বারা তারা চুল আচড়াতেন ও এর তেল ব্যবহার করতেন। তারা এতে কোন আপত্তিকর কিছু দেখেন নি। হাম্মাদ বলেন: মৃত প্রাণীর পালক নাপাক নয়।
★ সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরত " মাথার চুল, শরীরের লোম, গোপনাংগের লোম বা অন্যান্য লোম কাটা হলে তার পাক। নাপাক নয়।
,
★চুল পাক,তবে এসব চুল বিক্রয় করা জায়েজ নয়।
কারন মানুষ সম্মানিত প্রাণী। কোন পণ্য নয়।
তাই শরীয়তের বিধান অনুযায়ী মানুষের কোন অঙ্গ বা কর্তিত অংশকে ব্যবসায়িক পণ্য হিসিবে ক্রয়বিক্রয় করা সম্পূর্ণ হারাম। তাই মানুষের চুল, নখ ইত্যাদির ব্যবসা করা জায়েজ নয়।
ফাতাওয়ায়ে শামী এবং বাহরুর রায়েক গ্রন্থে আছেঃ
وَكَذَا بَيْعُ كُلِّ مَا انْفَصَلَ عَنْ الْآدَمِيِّ كَشَعْرٍ وَظُفْرٍ لِأَنَّهُ جُزْءُ الْآدَمِيِّ، وَلِذَا وَجَبَ دَفْنُهُ كَمَا فِي التُّمُرْتَاشِيِّ وَغَيْرِهِ (رد المحتار، كتاب الحظر والاباحة، فصل فى البيع-9/552)
وَشَعْرِ الْإِنْسَانِ وَالِانْتِفَاعِ بِهِ) أَيْ لَمْ يَجُزْ بَيْعُهُ وَالِانْتِفَاعُ بِهِ لِأَنَّ الْآدَمِيَّ مُكَرَّمٌ غَيْرُ مُبْتَذَلٍ فَلَا يَجُوزُ أَنْ يَكُونَ شَيْءٌ مِنْ أَجْزَائِهِ مُهَانًا مُبْتَذَلًا (البحر الرائق-6/8، الهندية-3/114
যার সারমর্ম হলো মানুষের সম্মানীত প্রাণী,
তার চুল, নখ এগুলো মানুষের শরীরের অঙ্গ,এই জন্য এগুলো মাটির নিচে দাফন করে ফেলতে হবে।
এগুলো বিক্রয় করা জায়েজ নয়।