বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
জ্বী, অবশ্যই ইসলামে সার্বজনীন ফায়দার সমর্থন রয়েছে। ব্যক্তিকেন্দ্রিক আবেগ-অনুভূতির স্বীকৃতি একটি সীমা পর্যন্ত রয়েছে।
(২)
পৃথিবীতে হরহামেশা নারীদের সংখ্যা দিগুন তিনগুণ হয়ে আসছে।তাছাড়া দুর্যোগ দুর্ঘটনা এবং যুদ্ধবিগ্রহ পরুষদের মধ্যে বেশী ঘটে,এবং এজন্য সময়ে সময়ে অনেক পুরুষের ঘাটতি চলে আসে। সুতরাং একজন নারী যদি একজন পুরুষকে আগলে রাখে তাহলে অন্যন্য নারীদের কি হবে।এইজন পুরুষদের বহু বিবাহের অনুমোদন দেয়া হয়েছে।অবশ্যই এক্ষেত্রে কিছু শর্ত প্রযোজ্য হবে।
(৩)
সমস্ত মানুষ তথা মানবজাতির বৃহৎ ফায়দার লক্ষ্যেই আল্লাহ উক্ত বিধান আরোপ করেছেন।
(৪)
আলহামদুলিল্লাহ। জ্বী, আপনি যা বলছেন, সেটাই।
(৫)
স্বামীর দ্বিতীয় বিয়ের কারণে আপনি তাকে ডিভোর্স দিতে পারবেন না।দিলে আপনার গোনাহ হবে।
(৬)
এভাবে ডিভোর্স দেয়ার কারণে অবশ্যই আপনার গোনাহ হবে।