সেদিন রাস্তায় চলার সময় একটা মেয়ে কে দেখলাম।
আমার সন্দেহ হচ্ছে হয়তো আমি নিজে নিজেই বলললাম, "যদি আমি এই মেয়ে কে গালি না দেই,তবে আমি মুশরিক।"
এরপর ভাব্লাম যে গালি দিলে মেয়েটা কষ্ট পাবে হয়ত।তখন মেয়েটার পাশ দিয়ে হেটে চলে আসলাম গালি না দিয়েই।
আমি আসলে নিশ্চিত না যে আমি ওরকম কথা বলেছিলাম কি না।
ওই মেয়ে আমাদের পাশের বাসায় থাকে।আমার কাছে তার নাম্বার আছে।আমি কি তাকে গালি লিখে মেসেজ পাঠাবো??
আমি চাচ্ছি আল্লাহ আমার উপর সন্তুষ্ট থাকুন আর ওই মেয়ে কে গালি দিতে চাচ্ছি না।এতে সে রাগ করতে পারে।
এখন কি করলে শিরক ও হবে না আর গালি দিয়ে কষ্ট ও দেওয়া লাগবে না??