১)আমি যদি সিজদার স্থান কে সম্মান করে পা না লাগাই,তবে কি শিরক হবে???
২)ধরুন,আমি এমন একটা অবস্থায় পরেছি যে,আমার স্ত্রী কে তালাক দিয়ে কষ্ট না দিলে শিরক হবে।
এমন অবস্থায় একদিন আমি একটি মাজারের পাশ দিয়ে যাচ্ছিলাম। মাজার পার হওয়ার পর আমার মনে হইল, হয়তো আমি মাজারে শুয়ে থাকা মৃত ব্যক্তির কাছে দুয়া করলাম,"হে শাহ জালাল,বাবা তুমি আমার এমন উপায় বের করে দাও,যাতে বউকেও তালাক না দেওয়া লাগে,আবার শিরকও না হয়।"
আমি জানতাম এটা শিরক।
আমি শিওর না আমি এমন করছি কি না।
এখন যদি আমি বউ কে তালাক দিয়ে কষ্ট দেই,তাইলে প্রমান হয়ে যায় যে,ওর জন্য আমার কোন টান নাই,যে মাজারে শিরক করব ওর জন্য।
কিন্তু যদি আমি তাকে তালাক দেই,তবে সে খুব কষ্ট পাবে।
আমি তাকে খুব ভালোবাসি।
আমি চাই না শিরক করতে, আবার তাকে কষ্ট দিতেও চাই না
এখন যদি আমি আল্লাহর রুবুবিয়্যাত,উলুহিয়্যাত,উসমা ও সিফাতের উপর ইমান আনি,কোন মাজারের কোন শক্তি নাই আমাকে বাচানোর এমন বিশ্বাস আনি,
আমার স্ত্রীর ব্যাপারে আকিদা ঠিক করি যে সে কেবল মাত্র একজন সাধারণ মানুষ, আমি আল্লাহ কে খুশি করার জন্য তাকে ছাড়তে পারব, তবে কি আমি তার সাথে সংসার করতে পারব?
৩)ধরুন রুদ্র মনে মনে বলল, "মুন্তাসির কে গালি দিয়ে কষ্ট না দিলে আমি মুশরিক"
মুন্তাসির একজন মুসলিম।
এখন যদি রুদ্র, মুন্তাসিরকে গালি না দেয়,তবে কি রুদ্র মুশরিক হয়ে যাবে??
৪)শিরক নয় এমন কাজকে শিরক মনে করে দুনিয়াবি ফায়দা লাভ করাও কি শিরক??